সাহিত্যিকা

যে পথে এলাম এতদূর

যে পথে এলাম এতদূর
রঞ্জন ঘোষ দস্তিদার, ১৯৭২ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
** রবার্ট ফ্রস্টের “The Road Not Taken” এর ছায়ায়

সোনালি বয়সে দেখি দুটি হাতছানি।
দুটি পথ গেছে ডেকে।
আমি একা।
যাব কোন পথে কি জানি।

গুটি গুটি পায়ে মন চলে
পদছবি যতদূর দেখা যায় —
পথ হারায় পথ, অজানা আঁধারে।
স্থানু আমি। চোখ বাঁধা দূর অজানায়।

চোখ রাখি আর পথে
ডাকছে আমায় পথ। ঘাসে মোড়া।
চাইছে নীরব ইশারায়।
আর কেউ যাবে আমি ছাড়া !!

দু পথেই তীব্র আহ্বান।
কম চলা পথে রাখি পা।
ফিরে দেখি— ফিরব কি আর?
সাথি সময় বলে ‘উহু, ঠিক নাই তার’।

২৮/৬/২৫,
কলকাতা, সন্ধ্যে আটটা।

******

Sahityika Admin

1 comment

Leave a Reply to AJAY KUMAR BASAK Cancel reply

  • ভাল লাগল। তবে “সাথি” হবে না” সাথী “হবে সেটা আমি নিশ্চিত নই।
    রঞ্জন আর আমি এক ই ব্যাচ। তাই লিখলাম।