সাহিত্যিকা

আমাদের কথা, বিইসি’৭৪ এর প্রাক্তনীদের কথা

আমাদের কথা, বিইসি’৭৪ এর প্রাক্তনীদের কথা

আমরা বি ই কলেজের ‘৭৪ এর প্রাক্তনী। বার্ষিকী বা পঞ্চবার্ষিকী, যখনই হোক আমরা আমাদের সমষ্টিগত অনুষ্ঠান ও যোগাযোগগুলি নানাভাবে উদযাপন করে থাকি, বিভিন্ন মাধ্যমে। তার মধ্যেই আমাদের নিজস্ব পত্রিকা ‘স্মরণিকা’ একটি উল্লেখযোগ্য মঞ্চ, তবে এটি একটি ছাপানো পত্রিকা। ইতিমধ্যে আমাদের আরও একটি ত্রৈমাসিক পত্রিকা যোগ হয়েছে, ‘চুয়াত্তরের চৌহদ্দি’, এটি সম্পূর্নরূপে ‘ইলেক্ট্রনিক ভার্সন’। আমাদের সীমিত প্রচেষ্টা ও জ্ঞানে এই দুই পত্রিকার সংরক্ষণ সম্ভব করে উঠতে পারছি না, সময়ের গভীরে হারিয়ে যাচ্ছে। এ ছাড়াও অনেক উৎসাহী পাঠক-পাঠিকারা পড়তে চাইলেও আমরা তাঁদেরকে সেই সুযোগ দিতে পারছি না। বিই কলেজের প্রাক্তনী নন, এমন অনেকেও আজ সাহিত্যিকার উৎসাহী পাঠক। তাঁদের কাছেও আমরা পৌঁছাতে পারছিলাম না।

আমাদের বি ই কলেজের সাহিত্য পত্রিকা সাহিত্যিকার সাথে আগেই পরিচয় ছিল। বর্তমানে এটি ওয়েব ফর্ম্যাটে প্রকাশিত হয়, যার ফলে এর প্রকাশনা, বা সংরক্ষণ অনেক আধুনিক ও সহজ। ওয়েব ফর্ম্যাটে এর পরিধি অনেক বড়, ঠিক তেমনই তার অনেক অংশগ্রহণকারী সদস্য/সদস্যা এবং বহুসংখ্যক পাঠক/পাঠিকা। দেশে বিদেশের সকল প্রাক্তণী, আমাদের পুরোনো বিই কলেজ থেকে আজকের নতুন ‘আই-আই-ই-এস-টি’ পর্য্যন্ত এটি উন্মুক্ত।

সম্প্রতি আমাদের গোচরে এলো সাহিত্যিকার একটি বিশেষ সংখ্যা – ‘৭৭ এর প্রাক্তনীদের সংকলন। এক কথায় অসাধারণ উদ্যোগ এবং অতুলনীয় উপস্থাপনা। এই ইচ্ছেটাই আমাদের মনের মধ্যে উদয় হলো, ‘আমরাও একসাথে চলতে চাই’। সাহিত্যিকা সম্পাদকদের সাথে আমাদের বিইসি’৭৪ এর একটি বিশেষ সংকলনের প্রস্তাব’টা আগেই আলোচনা করে রেখেছিলাম, এবং যৌথভাবে স্থির হয়েছে যে সাহিত্যকার ৩৬তম সংখ্যাটি (জুন, ২০২৪) ’৭৪ সালের একটি বিশেষ সংকলন বা সংখ্যা হয়ে প্রকাশিত হবে।

আমাদের প্রস্তাবমত আমরা আমাদের বিইসি’৭৪ ‘স্মরণিকা’ এবং ‘চুয়াত্তরের চৌহদ্দি’র লেখাগুলি সাহিত্যিকা সম্পাদকমন্ডলীর কাছে পাঠালাম। সাহিত্যিকা প্রধানত সাহিত্য পত্রিকা এবং নির্ধারিত কিছু নিয়মাবলী (gudelines) মেনে চলে। সেই অনুযায়ী সাহিত্যিকার আগামী ৩৬তম সংখ্যায় (জুন, ২০২৪) আমাদের অনেক লেখা বিইসি ‘৭৪ এর বিশেষ সংখ্যা (সংকলন) হয়ে প্রকাশিত হবে। যেহেতু সাহিত্যিকা প্রধানত সাহিত্য পত্রিকা, এই প্রক্রিয়া’টি সাহিত্যিকার নির্দিষ্ট নিয়মাবলীর নির্বাচন সাপেক্ষ হবে।

আমরা আশাবাদী, ভবিষ্যতেও ‘সাহিত্যিকা’ ও বিইসি’৭৪ একসাথে চলবে, এবং এই যৌথ সহযোগীতায় আমরা আরও কিছু বিশেষ সংকলনের আশায় থাকবো।

সুবীর মিত্র, প্রসিডেন্ট
সুদীপ কুমার মুখার্জী, সেক্রেটারি
(বিইসি’৭৪ এর প্রাক্তনী।)

Sahityika Admin

2 comments

Leave a Reply to প্রদীপ ভৌমিক Cancel reply

  • ১৯৭৪ র প্রাক্তনীদের স্বর্নজয়ন্তী উপলক্ষে তোমাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। নানা অসুবিধার মধ্যে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছো বা করছো। তোমাদের উপর আশা কিন্তু আমাদের বেড়েই চলেছে। জীবনের গোধূলি লগ্নে কিছু রংয়ের টান আমাদের ফেলে আসা সুন্দর দিনগুলির স্মৃতি কিছুক্ষনের জন্যও উজ্জীবিত হতে সাহায্য করছে।

  • সুবীর ও সুদীপ ,
    তোমাদের প্রচেষ্টার জন্য অনেক ধন্যবাদ। অনেক অসুবিধার মধ্যেও তোমরা ১৯৭৪ র প্রাক্তনীদের স্বর্নজয়ন্তী উপলক্ষে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করেছো বা করছো। তোমাদের উপর আশা কিন্তু আমাদের বেড়েই চলেছে। জীবনের গোধূলি লগ্নে কিছু রংয়ের টান আমাদের ফেলে আসা সোনার দিনগুলোর স্মৃতি কিছুক্ষনের জন্য হলেও উজ্জীবিত হতে সাহায্য করছে।