সাহিত্যিকা

আজকে যে তোর দিন

আজকে যে তোর দিন
অয়ন মজুমদার, ২০০০ সিভিল ইঞ্জিনিয়ারিং

মন্ত্র পড়ে আসলি ছেড়ে ঘর,
সাক্ষী আগুন। স্বপ্ন নিয়ে রঙিন।
শাঁখার ফাঁকে সোহাগ নিরন্তর,
চুম্বনেতে, আজকে যে তোর দিন।

একই মায়ের গর্ভে, বেড়ে ওঠা।
কম বেশি পেয়ে ঝগড়া অন্তহীন।
খুনসুটি, তাও কপাল যে চায় ফোঁটা,
রইলো আশিস, আজকে যে তোর দিন।

ঘুমপাড়ানি, চাঁদ দিয়ে যা টিপ
আগলে রাখি বুকে রাত্রিদিন।
জ্বলিস হ’য়ে অপত্য প্রদীপ,
চোখের মণি, আজকে যে তোর দিন।

পুড়িয়ে নাভি আনলি আঁতুড়-রাতে,
জীবন শেষেও মিটবে না তো ঋণ।
পণ করেছিস রাখবি দুধে-ভাতে,
রইলো প্রনাম, আজকে যে তোর দিন।

Sahityika Admin

Add comment