বর্ষশেষ ও বর্ষবরণ
@সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
আমার প্রিয় কবি সুকুমার রায়ের “বর্ষশেষ” কবিতাটা আশ্রয় করে এবারের বর্ষবরণ করলাম।
বর্ষশেষ
শুন রে আজব কথা, শুন বলি ভাইরে –
অনেকেই আছি বেঁচে, কেউ কেউ নাই রে।
ফেলে দিয়ে পুরাতন জীর্ণ এ খোলসে
টাটা ব’লে চলে গেল, কোথা গেল বল সে?
কে যে পায় কতো দম হৃদয়ের যন্ত্রে,
কেউ থাকে পিছে পড়ে, কেউ বা দিগন্তে!
জন্মদিনগুলো “আছি” বলে ঘুরেঘুরে,
মৃত্যুর দিন বলে “সেও আছে কিছু দূরে”।
সহসা কে কোথা যায়, যায় কোন কারণে?
হাসে, খেলে? নাকি থাকে সরকারী বারণে?
রবি, শশী রোজ যায় ওদেরও দেশে কি?
সে দেশেও বন্ধুরা আজও আছে রসিকই?
যেখানে যে আছে থাক উল্লাসে হর্ষে,
সবারে বরণ করি এই নববর্ষে!
– সোহম
Add comment