Obituary – Prof. Saibal Ghosh
প্রফেসর শৈবাল ঘোষ, সকলের শৈবাল দা ২৪ অক্টোবর, ২০২৫ তারিখে সকলকে ছেড়ে চলে গেলেন।
স্ত্রীর মৃত্যুর পর অনেকদিন মানসিক অবসাদে ছিলেন। আমাদের ৭২-৭৭ ব্যাচের প্রতি বছরের গেট টুগেদারে অনেকবার এসেছেন। কিন্তু গত কয়েক বছর আসছেন না। একেবারেই যেন নিঃসঙ্গ জীবন যাপন করতেন।
অন্য অনেক প্রফেসরদের আমরা স্যার বলে সম্বোধন করলেও এনাকে আমরা শৈবাল’দা বলেই ডাকতাম। খুবই কাছের মানুষ ছিলেন। কিছুদিন আগেই আমাদের ১৯৭২-৭৭ সালের প্রাক্তনীদের জন্য একটা বার্তা পাঠিয়েছিলেন। “অনেক ঘটনার মাঝে আমার খুব মনে পড়ে যখন তোমাদের সিভিলের ছাত্রদের সার্ভে ক্যাম্পে নিয়ে গিয়েছিলাম। আমার ভয় ছিলো, তোমাদের সামলাতে পারবো কিনা। তোমরা যে খুব শান্ত ছেলে ছিলে সেটা বলবো না, কিন্তু সেই সার্ভে ক্যাম্পে আবার অনেক বছর বাদে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছিলাম। তোমাদের কয়েকজন আমাকে কখন যে স্যার থেকে শৈবালদা বানিয়ে দিলে টেরই পেলাম না।
তোমরা সবাই খুব ভালো থেকো। আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।
শৈবাল (দা) ঘোষ। “
শৈবাল’দা, (স্যার) আপনি চির শান্তির দেশে চলে গেলেন। আপনি ওখানে নিশ্চয়ই ভালো থাকবেন। আমাদের ভালোবাসা ও প্রণাম রইলো আপনার জন্য।

Lokendra Nath Roychoudhury, 1968
This year has been quite bad for BECA68.
In quick succession, we are losing our batch mates. Even then, the sudden demise of Dr Saibal Ghosh, Civil ’68 was particularly devastating. On Saturday 18 Oct 2025, he happily joined our weekly Google Meet adda on the internet. Though, he mostly remained a silent participant, this day he was quite talkative. Nobody could expect a sudden end of his life.
Saibal was our pride, a star scholar, who came first in our Civil Engineering Department and then spent his life teaching in his parent department. He was the HoD for the last several years.
We chose him as the President of our BECA68 Group. When we our BECA68 Meets, mostly in jubilees in the College premises, he arranged for all the infrastructures. Thanks to his popularity with his undergraduate and post graduate students, we always had a small but dedicated team of volunteers, to help us oldies to register. So deeply was he attached to the College, that he even bought a flat within a stone’s throw from the College main gate and shifted there from his native home in Bankura.
Saibal was devastated when his wife Rita died, but our combined influence brought slow but steady improvement in his mindsets. He would unfailingly join our Saturday Google Meet adda and sometimes invariably phoned me in advance, to excuse himself in rare days, when he couldn’t join.
He leaves behind his brilliant son, daughter-in-law and grandchild. My condolences to them.
We shall miss you dearest Saibal. Hope to meet with you in my next life and spend equally enjoyable company as in this one.
ঔঁ শান্তি, ঔঁ শান্তি, ঔঁ শান্তি
চন্দন কুমার গুহ, ১৯৭৭ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
প্রফেসর শৈবাল ঘোষের মৃত্যুর খবর বেশ দুঃখ জনক। উনি বয়সে আমাদের চাইতে কিছু বড় ছিলেন। হয়তো সেই কারণেই আমরা শৈবাল’দা নামেই সম্বোধন করতাম।
কলেজে আমরা যে লর্ডস মাঠে ফিল্ড সার্ভে করেছিলাম, সেই একদিনের কথা এখনও মনে আছে। ঐ ক্যাম্পের দায়িত্বে শ্রী শৈবাল ঘোষের সাথে আর কেউ ছিলেন কি না আজ আর মনে নেই। মনে হয় দু’দিনের সার্ভে হয়েছিল। একদিন আমাদের হস্টেলের এক খলিফা পাবলিক লাঞ্চের পর প্যান্টের উপর রং চঙা পাঞ্জাবী পড়ে সার্ভে করতে এসেছিল আর প্রফেসর ঘোষ ওকে ডেকে বললেন -পাঞ্জাবী পড়ে কেন এসেছো? কলেজে এই ড্রেস চলবে না, যাও শার্ট পড়ে এসো। সেই পাবলিক সাফাই দেবার চেষ্টা করলো যে লাঞ্চের পর দেরী হওয়ায় তাড়াতাড়িতে পাঞ্জাবী পড়ে চলে এসেছে। স্যার বলেছিলেন-পাঞ্জাবী আর শার্ট পড়তে আলাদা সময় লাগে নাকি? যাও হস্টেলে গিয়ে শার্ট পড়ে আসো আর এসে বলবে কোন ড্রেস পড়তে কতো সময় লাগে! বেচারা পাবলিক মুখ ব্যাজার করে হস্টেলে গিয়ে শার্ট পড়ে এসেছিল।
আজকে খবর শুনে শৈবাল’দার স্মৃতি খুবই মনে আসছে।
Soumyadip Das, 2015 Civil Engineering
I was a student of CE Department (Master of Engineering) from 2013-2015 in BEC. As I was a student of Transportation Engineering Specialization, never got the chance to attend his class. However, my elder brother in Law Er. Rajib Roy and few of my friends, seniors attended his classes. I have always seen him as a calm person, walking through the stairs and corridors with a steady and deliberate pace, each step measured and assured.
His posture was upright and purposeful, the kind that always drew attention. He had his own style the way he walked- calm, controlled, and unhurried. He strode forward as if the surroundings (the Department to be specific) belonged to him. Even in the campus, He moved through the crowd with the unshakable certainty of someone used to being obeyed. He always carried immense pride and was a promonent face of the CE Department to the students of other departments. For my friends and I am sure to most of the BEings, He was a very knowledgeable teacher. Heartfelt condolences to Prof. Ghosh.
Uday Shankar Chatterjee, 1977 Civil Engineering
Really sad demise. We never forget our north bengal survey camp, really it was awesome and over and above Saibalda our professor made himself so comfortable with entire team of student which is unforgettable. May his soul rest in peace.
Biplab Debroy
Some people are naturally great but remain humble all through the life. Saibal, our batchmate was like a loving brother. We, all the batchmates of BECA 68 will remember him as a great human being.
You rest in eternal peace, dear Saibal.
Om Shanti, Om Shanti, Om Shanti.
Satinath Banerjee
It is difficult to believe that Saibal (Profesor & universal dada) is no more. He was junior to me by 3 years. Hence my real association with him was when he assumed the responsibility as Consultant to Gharzi Eastern Ltd. We had a long association. might be more than 15 years. I was always depended on him as as part of the team and was confident that whatever a structural solution required he is there. He built a great team. A real leader, real dada.
I cherish many brilliant moments with him.
Even few months ago we discussed about a structural problem.
I we meet again in other world and have great moments. Till then goodbye friend. Rest in peace.
Amit Bandyopadhyay
Saibal’da was one of two faculty members whom we felt comfortable to go their apartment to receive help on many problems. I also went back to him after graduation when I was working at Dastur to learn programming. He never hesitate to spend hours with me.
Ohm Shanti.

********






Add comment