Alumni News 1971 Batch Get Together
We, the BE College 71 passouts had a get together attended by 50 of us (with spouses) at Khelaghar Baganbari at Kolkata – Mukundapur. We had our fun filled nostalgia from morning 10 am till evening 5:30 pm. We all are now in the age bracket of 75+ but was not a deterrant in our enthusiastic participation. There was great fun with song, dance, poem recital and Tambola. We also had our mouthwatering dishes starting from breakfast -starter and lunch.
A poem (below) written by me for this occasion was recited by me.
*আমাদের কথা*
শ্যামল দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
মিলেছিনু মোরা মোদের কলেজে, ছয়টি দশক আগে
পাঁচশো কিশোর তাদের চোখেতে, কত যে স্বপ্ন জাগে ৷
ঘর ছেড়ে মোরা সেই তো প্রথম, এলাম বাহির পরে
মায়ের হাতের রান্নার স্বাদ দূরেতে গেল যে সরে৷
বাটি মাপা ভাত কাঁকড়ের চাল ভরাতো পেটের ক্ষুধা
পানীয় সে ডাল জলবৎ প্রায় থালায় আমিষ খোঁজা৷
ভালো ছেলে বলে খ্যাত ছিলো সব পাড়ায় সবার মাঝে
কলেজে তাহারা অচিরে শিখিলো গালাগাল কত কি যে ৷
ক্লাশ কাটা শিখে দুপুর বেলায় হাজিরাটা বোটানিক্সে,
বোটানির টান ছিল সে মিছে ঘোরা শুধু ললনার পিছে।
বন্ধু কত যে হয়ে গেল দ্রুত সহজেতে গোনা দায়
নতুন নতুন নামকরনেতে পরিচয় মুছে যায়৷
সপ্তাহগুলো বড় তাড়াতাড়ি করতো যে আসা যাওয়া
কখন যে হায় পরীক্ষার ডাক করতো মোদের ধাওয়া ৷
ফেল করা যারা কেউ বোঝে নাই সারাটা স্কুলের পাটে
এবারে হঠাৎ হোঁচটের স্বাদ অনেকের ভালে জোটে
তবুও বছর কেটে চলে ধেয়ে একে একে শেষ হয়
জীবনের এই অধ্যায়খানি হৃদয়ে খচিত রয়৷
ভেসে পড়ি সবে অন্য জগতে কলেজ পিছনে রয়
বন্ধুরা সব এলোমেলো ভাবে হেথা হোথা ছুটে যায় ৷
দশকের পর দশক কেমনে কেটে গেল বড় দ্রুত
শেষের দশক আবার মোদর মেলাচ্ছে অবিরত
জীবন মোদের খেলাঘর সম তাই মিলি খেলাঘরে
পুরাতন মুখ দেখিতে চাই কত কথা বলিবার তরে ৷
এরই মাঝে হায় ছেড়ে চলে যায় কয়েক বন্ধু প্রিয়
বন্ধু হারানো দুঃখ বেদনা ভুলিতে পারেনা কেহ৷
ধরাধাম হতে চলে গেল যারা মোদের পিছনে রেখে
স্মরণের মাঝে রয়ে গেছে তারা আজো অক্ষয় হয়ে ৷৷
********
Add comment