সহপাঠী মিত্র শুভব্রত সেনগুপ্তের স্মৃতিচারণে
অজয় দেবনাথ, ১৯৭০ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
সুদীপ রায়, ১৯৭০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
উজ্জ্বল সেন গুপ্ত, ১৯৭০ সিভিল ইঞ্জিনিয়ারিং
শুভ আর নেই ভাবতেই পারছি না। এমন প্রাণবন্ত খোলা মনের কাছের মানুষ চলে গেলে খুবই কষ্ট হয়।
কলেজ থেকে পাস করে বেরোবার পর কোনই যোগাযোগ ছিল না। নতুন করে সম্পর্ক স্থাপন হলো বছর পনেরো আগে … আমাদের ফ্ল্যাটের এক বন্ধুর ছেলের বিয়েতে। সেখানে পি কে ব্যানার্জীও এসেছিলেন হুইল চেয়ারে। ওনাকে পায়ে হাত দিয়ে নমস্কার করে বলেছিলাম যে আপনার এই পায়ের জাদু আর মাথা দিয়ে কত যে গৌরবের ইতিহাস রচনা করেছেন। এই সময় কোথা থেকে শুভ এসে আমার হাত জড়িয়ে ধরলো। অনেক গল্প হল সেদিন।
তারপর থেকে অনেকবার ওরা এসেছে আমাদের বাড়ী, আর আমরাও গেছি ওদের বাড়ী।
একবার শুভ একাই এলো আমাদের বাড়ী পরামর্শ করতে কারণ বেআইনি কানেকশনের জন্য CESC ওদের দেড় লক্ষ টাকা ফাইন করেছে। সেই ঝামেলা মিটেও গেছিল কিন্তু ও খুবই টেনশনে ছিল।
২০২২ সালে ওর জন্মদিনে এই ছবিটা পোষ্ট করে নামটা ভুল করে শুভজিৎ লিখেছিলাম। ও সাথে সাথে আমাকে ফোন করে বলেছিল তুই আমার নামটাও ভুলে গেলি !! আসলে সেদিন ছিলো ২৫ শে বৈশাখ …আর বাড়িতে গিন্নির অনুষ্ঠানের সাজানো গোছানো চলছে তাই ভুলটা হয়ে গেছিলো।
কাছের ভাল মানুষ গুলো এক এক করে চলে যাচ্ছে আর মনের দিক থেকে আমরা দেউলিয়া হয়ে যাচ্ছি।
অজয় দেবনাথ,
২২/০৭/২০২৫
********
বড় কঠিন সময়।
অসময়ে চলে গেল বন্ধু আমার,
রয়ে গেল বিধুর অতীত বেদনায় হয়ে স্মৃতিময়।
এ এক কঠিন সময়।
এ এক নিঠুর সময়,
বয়েসটা এমন যে নোটিসে বা বিনা নোটিশে
না ফেরার দেশে চলে যায় বন্ধু প্রিয়জন।
পড়ে থাকে কিছু স্মৃতি, কিছু ছবি।
অবসরে কিছু রোমন্থন।
এ বড় নিঠুর সময়।
এ এক নির্মম সময়।
নেমে আসে অকস্মাৎ,
বিচ্ছেদের তীব্র কশাঘাত।
পরিজন ছেড়ে চলে যায়, কে জানে কোথায় ?
পড়ে থাকে হতবাক শোকার্ত হৃদয়।
এ বয়েস ভারি নির্দয়।
সুদীপ রায়
২৩/০৭/২০২৫
********
*শুভো রে, তুই…*
আজ সকালে খবর এলো শব্দবিহীন,
তোমার এমন হঠাৎ করে চলে যাবার –
এই তো সেদিম কত কথা কানে কানে,
বাণ মরণের বিঁধলো মনের কোন গভীরে!
এই যে আমি লিখছি বোবা বেদন দিয়ে,
পাওয়ার ঘরে ছিল না যে কিছুই তো আর –
বলতে পারি, বিষয়টা নয় যে এমন,
বিসর্জনের ঢাকে কাঠি নাই বা পড়ুক!
রইবি জেগে সবার মনের গোপন কোঠায়,
উদাত্ত তোর কন্ঠস্বরের যাদুর মায়া,
শুনবো মোরা মনকেমনের দিনগুলিতে,
যাস না ভুলে… সবাই একই ছাতার তলায়!
আমরা যে আজ ব্যথায় কাতর তোর বিয়োগে,
জানতো কে আর, এই বেদনার শক্তিশেলে,
এত আঘাত সইতে হবে বেহিসেবী?
দেখা আবার হবে রে ভাই সময় হলে !!
উজ্জ্বল সেনগুপ্ত
২৪/০৭/২০২৫
(ফটো – আমাদের ১৯৭০ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠানে গান গাইছে শুভ)
********
Add comment