সম্পাদকীয়
সাহিত্যিকা ৪৬ তম সংখ্যা (জুলাই ২০২৫) প্রকাশিত হলো।
লিংক https://sahityika.in/current-issue/
এবারের সংখ্যায় বিষেশভাবে উল্লেখযোগ্য যে বর্তমান ছাত্র গৌরব দত্ত (ফাইন্যাল ইয়ার, আর্কিটেকচার) তাঁর অসাধারণ কিছু পেইন্টিং দিয়েছে। এই প্রথম একজন বর্তমান ছাত্র সাহিত্যিকায় সক্রিয় যোগ দিয়েছে। স্বাগত গৌরব, আশা রাখি আমরা তোমার আরও ভালো ভালো পেইন্টিং পাবো।
এবারের নিয়মিত বিভাগগুলিতে গল্প দিয়েছেন শক্তিব্রত ভট্টাচার্য্য, অনিরুদ্ধ রায়, ফেলুদা রহস্যে নীলাদ্রি রায়, আর এ্যান্টারটিকা অভিযানে দীপ্ত প্রতিম মল্লিক। শৈশব কৈশোরের স্মতিচারণ করেছেন হিমাংশু পাল। ধারাবাহিক লিখেছেন আমিতাভ রায়, আর দেবাশীষ তেওয়ারী। প্রবীর কুমার সেনগুপ্ত, দেবাশিস দে চৌধুরী, শকুন্তলা চৌধুরী দিয়েছেন নিজেদের কবিতা। দুটি প্রবন্ধ দিয়েছেন নারায়ণ প্রসাদ মুখোপাধায়, ও হিমাংশু নাথ।
সদ্য প্রয়াত প্রিয় বন্ধু মৃত্যুঞ্জয় মৈত্র’র স্মৃতিচারণ করেছেন অজয় দেবনাথ, ও সুদীপ রায়।
প্রচ্ছদে অলংকরণ করেছেন করেছেন দীপায়ন লোধ, ২০০৯ সিভিল ইঞ্জিনিয়ারিং
সাহিত্যিকা সম্পাদকমন্ডলীর তরফ থেকে আমরা আমাদের পাঠক ও লেখকদের কৃতজ্ঞতা জানাই।
সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। আপনাদের লেখা এবং মতামত আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ বা পেইন্টিং হলে jpeg format এ পাঠাবেন। আমাদের ইমেইল sarasijmajumder@gmail.com; deb.asim@yahoo.com
ধন্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং
*****
Once again, Sahityika gives a wide spectrum of wonderful literary works. I would also specially praise the colour paintings, simply superb.
Carry on Sahityika Team.
My best wishes
This is a wonderful endeavour “SAHITYIKA” by some experienced and seasoned engineers excelling in literary and such creative world. Many family members, in addition to the engineers graduating from this premier institution of the country possess exceptional capabilities in written expressions – short and long stories, analysis, biography, comics, educative, travelogue, science, and such beautiful poems; photography, canvas painting. The total fabric of this monthly publication is made up of infinite mosaic of mindsets and the dreams. I wish continuous improvements in style and content and enrichment of readers.
আমি frankly সাহিত্য অনুরাগী না। তবে গত কয়েকটি সংখ্যা পড়তে ভালোই লাগলো। সাহিত্যিকা বিই কলেজ মহলে আরও বিস্তার লাভ করুক, জনপ্রিয় হোক এই শুভেচ্ছা রইলো।
গল্প, কবিতা, কিশোর বয়সের স্মৃতিচারণ, ভ্রমণ, ফেলুদা সব মিলিয়ে একটা জমাট বাঁধা পত্রিকা। সাহিত্যকা আরও এগিয়ে চলুক।
বিই কলেজ বাদ দিলে আর দ্বিতীয় কোন কলেজের উদাহরণ আমাদের জানা নেই যে প্রতি মাসে তাঁদের প্রাক্তনীরা একটি মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকা যেভাবে বিভিন্ন ব্যাচের প্রাক্তনীদের এক জায়গায় একত্র করতে পেরেছেন এর অন্য তুলনা নেই।
সাব্বাস বিক্কলেজ, সাব্বাস সাহিত্যিকা
সাহিত্যিকা র আরেকটি সুন্দর সংখ্যা, নবীন প্রবীণ মিলিয়ে একগুচ্ছ লেখা। এমন নিয়মিত এবং যথাযথ মানসম্পন্ন পত্রিকা বের করার সম্পূর্ণ কৃতিত্ব সম্পাদকমণ্ডলীর । সাহিত্যিকা র পাঠক মন্ডলী আরো প্রসারিত হোক।
Thanks Bandana, for your encouraging comment.