সাহিত্যিকা

কত অজানারে

কত অজানারে
** চিনদেশের Liziba স্টেশন,
** ইথিওপিয়ার Abuna Yemata Guh
@ অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

চিনদেশের Liziba স্টেশন
চীন দেশের দক্ষিণ পশ্চিমে Chongging পৌরসভার ১৯ তলা একটি বাড়ির ভেতর দিয়ে টিউব রেল চলে গেছে। এটি Yuzhong ডিসট্রিক্টে, ষ্টেশনের নাম Liziba, এটি Chongging রেল ট্রানজিটের ২ নম্বর লাইনে।

২০০৫ সালে এই লাইনটি চালু হয়। আর Liziba স্টেশনটি এই ১৯ তলা বাড়ির ৬,৭, আর ৮ এই তিনটি তলা নিয়ে তৈরি। যেহেতু এটি শহরের জনবহুল আবাসিক ভবন (residential building), তাই বিশেষভাবে তৈরি “specialized noise reduction equipment to isolate station noise” দিয়ে এটির নির্মান হয়েছে, “equipped with special noise-dampening equipment that reduces the usual loud clatter to a mere murmur” আর এর গঠন (structure) ইংরেজিতে সহজ করে বোঝানো যাবে, “the station and building were constructed together as one whole structure. The monorail was not retrofitted through the middle of an existing structure.” এই Liziba স্টেশন চীনদেশের প্রথম overhead station built through and packed with a block of flats. ২০১৭ সালে এটি সারা বিশ্ব থেকে আগত পর্যটকদের কাছে এক আকর্ষনীয় স্থান হয়ে ওঠে, one of the outstanding landmarks of Chongqing worthy of paying a visit to.

প্রশ্ন আসে, এই অদ্ভুত ইঞ্জিনিয়ারিং কিভাবে হলো? উত্তর হলো এক আশ্চর্যজনক পরিস্থিতি। Liziba স্টেশন টিউব লাইন, আর এই ১৯ তলা বাড়ি, দুটোরই সরকারি অনুমোদন একসাথে আসে। তাহলে সমাধান কোথায়? উত্তর: In order that residents won’t be disturbed when the train rushes in and pulls out, the residential building and the railway were designed to be separated from each other. Besides, special materials were used on the light-rail train to reduce noise and minimize vibration. With all taken into considerations, the block was completed with a total of 19 floors high, including the first 5 floors of business areas, the 9th to 19th floors of residential district, and the 6th to 8th floors for the CRT 2 to run through.

ইথিওপিয়ার Abuna Yemata Guh চার্চ

১৫০০ বছর আগে ইথিওপিয়ার এই নির্জন প্রান্তে এই কঠিন পাথরের পাহাড়ের উপর (২৫৮০ মিটার, ৮৪৬০ ফুট উঁচুতে) কারা যেন একটা চার্চ বানিয়েছিলেন। ৮৪৬০ ফুট উঁচু শুধু নয়, এটি লম্বা খাড়া উপরে উঠে গেছে। লোকজন উপরে উঠলো কিভাবে? এর চূড়ায় কে বা কারা চার্চ বানিয়েছিলেন, এত সহজ জায়গা ছেড়ে এই দুর্গম স্থান কেন বেছে নিলেন, কে এই চারচের পাথরের গায়ে ছবি এঁকেছিলেন এসব তথ্যের গভীরে আমি যাচ্ছি না। ৮৪৬০ ফুট উঁচুতে ১৫০০ বছর আগে নির্জন এক স্থানে এই Abuna Yemata Guh চার্চ নিয়ে আজও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় নি।

ধর্মীয় বিশ্বাস, যা মানুষের মানসিক প্রস্তুতি ও শক্তি দেয় যার উপর নির্ভর করে তাঁরা এই চার্চে (বা পাহাড়) (ইংরেজিতে climbing a vertical rock) যান অটল বিশ্বাসে ঈশ্বরের সান্নিধ্যে আসার জন্য। আর এই বিশ্বাস নিয়েই অনেকে বেঁচে থাকেন।

গুগল বলে – Nine saints came from Sirya, who spread in the region (Ethiopia and adjoining countries) to establish Christianity in Africa through Churches. Abuna Yamata was one of the nine priests, and by choosing this location in the 15th Century, he made sure his church would remain out of reach of enemies of the Ethiopian Orthodox Church. That explains why Abuna Yamata Guh isn’t easy to reach. The location is also very unique from another perspective. Just opposite to the entrance path in the foothills stands nine apostles signifying nine saints from Sirya. Inside, perhaps, the most striking are the cupolas or the rounded dome ceilings with very well preserved frescoes. The fact that this small church is entirely constructed on the rock means that the only light comes from the front door opening. There are no side entrances. But this scarcity of light also adds to the atmosphere.

As a typical Ethiopian Orthodox Church, it is divided into three areas – a small section for music, a hall for Holy Communion and a sacred room holding a replica of the Ark of Covenant. Ethiopians believe that their legendary Queen of Sheba went from Ethiopia to meet King Solomon in Jerusalem and bore him a son, King Menelik I. The king was raised in Ethiopia but later travelled to Jerusalam to meet his father. When he returned to Ethiopia, he brought with him the Ark of the Covenant. Today, every Orthodox Church in Ethiopia has a replica of the Ark.

বলার অপেক্ষা রাখে না এরকম অদ্ভূত নাম বা চার্চের অস্তিত্ব আমি আগে শুনিনি।

১৫০০ বছর আগে রোম থেকে ৭ জন সাধু (saint) ও ১২ জন ধর্মদূত (apostles) একত্রিত হয়ে ধর্মপ্রচারের সূত্রপাত করলেন। এসে পৌছালেন ইথিওপিয়ার অতি দূর্গম পার্বত্য অঞ্চলে। এবার ৮৫০০ ফুটের শেষ ১০০০ ফুট পাথরের গা বেয়ে শিখরে উঠে আবার প্রায় সেই উচ্চতায় নেমে, সরু নড়বড়ে কাঠের সাঁকো পেরিয়ে উপাসনাস্থল। Rock climbing skill ভালো আয়ত্বে না থাকলে এই জায়গায় পৌঁছানো অসম্ভব। যারা একত্রিত হতেন, ধর্মচর্চার সঙ্গে তাঁদের শারীরিক সক্ষমতা পটু পর্বতারোহীদের সঙ্গে তুলনীয়। বিনা সরঞ্জাম, এবং অন্যান্য প্রতিকূলতার মধ্যে এই দক্ষতা আধুনিক কালের বরফ শৃঙ্গ বিজয়ীদের সঙ্গে তুলনীয়। সেই প্রচীন যুগে এই দক্ষতা তাঁরা কিভাবে অর্জন করলেন? অনুমান করা যায়, যে গোপনে এবং সুরক্ষিত অবস্থায় খৃষ্ট ধর্মের আলোচনা ও প্রচার করাই ছিলো মূল উদ্দেশ্য।

ইথিওপিয়ার অতি দূর্গম পার্বত্য অঞ্চলের মধ্যে এই মনোলিথিক চার্চ। চার্চের চারিদিকে স্যান্ডস্টোনের উপর ফ্রেস্কোর কারুকার্য। শুখনো আবহাওয়ার জন্য আজও প্রায় প্রথম দিনের মতো সুন্দর।

আমাদের দেশের সাধারণ লোকজনের মতোই সারা পৃথিবীতে অসংখ্য লোক কি ভাবে অন্ধবিশ্বাসে প্রাণের ঝুকি নিয়ে ধর্ম আঁকড়ে ধরে এক অজানা, অচেনা এবং ঝুঁকি পূর্ণ পথে চলতে শুরু করে. আমাদের দেশে যেমন দেখা যায় কিছু ধর্মন্ধ মানুষ তাঁদের সারা শরীরে আঘাত করে করে রক্তাক্ত করে ফেলে, আবার কিছু মানুষ মাটিতে শুয়ে দন্ডি কাটতে কাটতে চলতে থাকে এবং সারা শরীর ক্ষত বিক্ষত করে ফেলে এই সেই অন্ধ বিশ্বাসের ওপর ভর করে. আমাদের দেশে প্রচুর উদাহরণ আছে এই ধর্মন্ধতার কারণে কতো মানুষের কতো ক্ষতি হয়েছে বিভিন্ন সময়ে যুগে যুগে, এর থেকে আমরা কেওই এখনো নিষ্কৃতি পাই নি, আর তার শেষ কোথায় কেও জানিনা.

“When the missionaries came to Africa, they had the Bible, and we had the land. They said, ‘Let us pray’. We closed our eyes. When we opened them, we had the Bible, and they had the land.”
– Desmond Tutu

Sahityika Admin

Add comment