সাহিত্যিকা

সম্পাদকীয়

সম্পাদকীয়
সাহিত্যিকা ৪২ তম সংখ্যা (মার্চ ২০২৫)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিশেষ সংখ্যা

সাহিত্যিকা পত্রিকার পক্ষ থেকে বিই কলেজ বেসু আইআইইএসটির পরিবারের সকলকেই জানাই প্রীতি ও শুভেচ্ছা।

মার্চ মাসের ৮ তারিখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রতিবারের মত এবারেও আমাদের সাহিত্যিকা ৪২ তম সংখ্যাটি নিবেদন করা হলো আমাদের নারীসমাজকে এবং এই বিষয়ের লেখাগুলিকে এই সংখ্যায় প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের বিশেষ সংখ্যার ভূমিকায় International Women’s Day লিখেছেন অসীম দেব। চন্দন গুহ তাঁর “পর্দানসীন যুগের নক্ষত্র” ধারাবাহিকের প্রথম পর্বে লিখেছেন অগ্নিযুগের বিপ্লবী কন্যা প্রীতিলতা (দাশগুপ্ত) ওয়াহেদেদার’কে স্মরণ করে, অমিতাভ দত্ত আলোচনা করেহেন রবীন্দ্রনাথের সৃষ্টি বিমলাকে নিয়ে। অগ্নিমিত্র ভট্টাচার্য্যের কলমে পাবো রবীন্দ্রনাথের স্নেহধন্যা লেখিকা ও শিল্পী রাণী (দে) চন্দ’র কথা, দেবাশিস বন্দ্যোপাধ্যায় সংকলন করেছেন স্বল্পায়ু অপরিচিতা তরু দত্ত’র কিছু কথা। বিই কলেজ ক্যাম্পাসের বাসিন্দা বিখ্যাত বৈজ্ঞানিক ডঃ অসীমা চট্টোপাধ্যায়ের অনেক অজানা কথা জানিয়েছেন রমু বড়াল। অল্পবয়সী তিনটি কিশোরীর সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ চুড়ায় আরোহন “From Plain to Peak” (School Girls Scale Seven Summits) তুলে ধরেছেন অসীম দেব। প্রফেসর দীপক সেনগুপ্ত তুলে ধরেছেন “অন্তঃপুর” নামের মহিলা সম্পাদিত একটি প্রাচীন মাসিক পত্রিকা। সরলা দেবী চৌধুরানীর স্মতিচারণ করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, আর হিন্দি চিত্রজগতের নৃত্যশিল্পী Helen, the Queen of Nautch Girls প্রবন্ধ লিখেছেন প্রদীপ ভৌমিক।

এবারের সংখ্যায় আছে অমিতাভ রায়ের ধারাবাহিক এলোমেলো বেড়ানো, এবং নতুন ধারাবাহিক তিলক ঘোষালের প্রয়াগ কুম্ভ ২০১৯,

সুন্দর দুটি তুলি রঙের কাজ স্কেচ দিয়েছেন মিহির চক্রবর্তী, দীপায়ন লোধ, আর অজয় কুমার বসাক দিয়েছেন পেন্সিল স্কেচ।

প্রচ্ছদে অলংকরণ করেছেন সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

সাহিত্যিকা সম্পাদকমন্ডলীর তরফ থেকে আমরা আমাদের পাঠক ও লেখকদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতা ও ভালবাসার জন‍্য। এবং আপনাদের মূল‍্যবান মতামত দিয়ে ভবিষ‍্যতের রচনাগুলো আরও সমৃদ্ধ করার জন‍্য উৎসাহিত করবেন।

ধন‍্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং

সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। আপনাদের লেখা আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন। আমাদের ইমেইল sarasijmajumder@gmail.com; deb.asim@yahoo.com

Sahityika Admin

3 comments

  • Excellent compilation, end editing too. All articles are interesting. Thanks for the editorial team, and the article writers.
    Wish more success for the Sahityika magazine.

  • এবারের নারী বিষয়ক বিশেষ সংখ্যার জন্য সম্পাদকদের কুর্নিশ জানাই। সাহিত্যিকার আরও প্রসার কামনা করি।
    ধন্যবাদ

  • খুব ভালো সংকলন।
    নারীদিবসের বিশেষ সংখ্যার জন্য সম্পাদকদের ধন্যবাদ জানাই।