সাহিত্যিকা

সম্পাদকীয়

সম্পাদকীয়

সাহিত্যিকা পত্রিকার পক্ষ থেকে বিই কলেজ বেসু আইআইইএসটির পরিবারের সকলকেই জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। শীতের নতুন বছর মানেই বড়দিনের কেক। চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গড়ের মাঠে বা বোটানিক্যাল গার্ডেনে গিয়ে মিঠে রোদ পোয়ানো। বিদেশেও একই ধরণের চালচিত্র। নতুন বছর মানেই ক্যালেন্ডার বা ডায়েরির খোঁজ। আর শীতের মরসুমে ঘরে ঘরে বাহারি ফুলের চারা, সকালে বিকেলে চায়ের ফরমায়েস, সঙ্গে ফুলকপির সিঙারা, নলেন গুড়ের সন্দেশ, জয়নগরের মোয়া। আর কম্বলের নীচে থেকে তো বেরোতেই ইচ্ছে করে না। শীতের মরসুমে ফ্যাশন নিয়ে আসে বাহারি সোয়েটারের মেলা। এই শীতের মধ্যেই সরস্বতীপূজার দিনে ঘরে ঘরে আমরা মন্ত্র পড়ি ‘বিদ্যাস্থানে ভয়ে বচ’, আর যাই গঙ্গাসাগরের মেলায়। শুরু হয় পাড়ায় পাড়ায় দল বেঁধে পিকনিকের আয়োজন, নদীর ধারে বা কোন এক বাগানবাড়িতে। পাড়ায় পাড়ায় পৌষমেলা, সাথে পিঠে পুলি। সব মিলিয়ে শীতের নতুন বছর এক অনন্য।

এই নতুন বছরের শুরুতে সাহিত্যিকার জন্য আছে আমাদের কলেজ পরিবারের লেখকদের কিছু রচনা। আশা করব, অন‍্যান‍্যবারের মতই আপনারা এই সংখ‍্যার লেখা পড়ে আনন্দ পাবেন।

এবারের সংখ্যার বিশেষ আকর্ষন অসীম সাহা আর শৈবাল সরকারের যৌথভাবে লেখা একটি নিবন্ধ, আর তাপস সামন্তের পারিবারিক সরস্বতী পূজা নিয়ে স্মৃতিচারণ। বিজ্ঞানী কবি বিনয় মজুমদারকে নিয়ে লিখেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। আমাদেরই এক প্রাক্তনী ২০০৫ সালের অরিজিত ব্যানার্জীর মুচিপাড়া থেকে MIT যাত্রার সাফল্য নিয়ে লিখেছেন মানস দে, A Journey from Muchipara to MIT। গত সংখ্যায় জানা অজানা রবীন্দ্রনাথ ধারাবাহিকের শেষ পর্ব লিখেছিলেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, আশা রাখি ভবিষ্যতেও ওনার কলমে আরও কিছু লেখা পাবো। এবারের সংখ্যায় আছে অমিতাভ রায়ের ধারাবাহিক এলোমেলো বেড়ানো, আর দেবাশীষ তেওয়ারীর নতুন ধারাবাহিক রামগড়ের গুপ্তধন এবং:
বিখ্যাত রাশিয়ান উইন্টার লিখেছেন অসীম দেব। সুন্দর কয়েকটি স্কেচ দিয়েছেন অজয় কুমার বসাক, শীতের সকাল, আর বিচার হীন অভয়া। তিনটি ভিন্ন ধরণের লেখা আর কবিতা দিয়েছেন অব্যয় মিত্র, বানভট্ট (অক্ষয় দাস), ময়ূখ দত্ত, হিমাংশু পাল, রামু দত্ত।
প্রচ্ছদ এঁকেছেন অজয় কুমার বসাক।

সাহিত্যিকা সম্পাদকমন্ডলীর তরফ থেকে আমরা আমাদের পাঠক ও লেখকদের কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতা ও ভালবাসার জন‍্য। এবং আপনাদের মূল‍্যবান মতামত দিয়ে ভবিষ‍্যতের রচনাগুলো আরও সমৃদ্ধ করার জন‍্য উৎসাহিত করবেন।

ধন‍্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং

সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। আপনাদের লেখা আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন। আমাদের ইমেইল sarasijmajumder@gmail.com; deb.asim@yahoo.com

Sahityika Admin

Add comment