সম্পাদকীয়
সাহিত্যিকা ৪০তম সংখ্যা (ডিসেম্বর ২০২৪), সংখ্যা প্রকাশিত হলো।
যারা ইমেইল আইডি দিয়েছিলেন, তাদেরকে ইমেইলেও এই সংখ্যা পাঠানো হয়েছে।
এবারের সাহিত্যিকায় শীতের ভোরের কুয়াশা নিয়ে সাদাকালো পেন্সিল স্কেচের প্রচ্ছদ এঁকেছেন অজয় কুমার বসাক, ১৯৭২ সিভিল ইঞ্জিনিয়ারিং।
সম্প্রতি আমাদেরই একজন প্রাক্তনী গৌতম চট্টোপাধ্যায়, ১৯৮৭ ইলেকট্রনিকস ও টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মার্কিন যুক্তরাষ্ট্রের The Radio Club of America (RCA) ২০২৪ সালের Major Edward H. Armstrong Medal পেয়েছেন “…… for his invention of circuits that made AM and FM radio possible, and for Major Armstrong’s lifetime of championing the work that established the foundation for modern radio technology.” সাহিত্যিকা পত্রিকার তরফে তাঁকে আমাদের অভিনন্দন জানাই।
সম্প্রতি ‘লাল পাহাড়ির দেশে’র কবি ও গীতিকার অরুন কুমার চক্রবর্তী (১৯৭০ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং) আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ৭২ সালে লেখা তাঁর ‘লাল পাহাড়ির দেশে’ আজও অনেক অনুরাগীকে চিন্তার খোরাক দেয়। সাহিত্যিকা পত্রিকায় উনার একটি পূর্বপ্রকাশিত লেখা আবার প্রকাশ করলাম।
কল্যাণ দাশগুপ্ত (১৯৭২, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং) কিছুদিন আগেই সাহিত্যিকার জন্য একটি লেখা দিয়েছিলেন, কিন্তু এই সংখ্যা ও তাঁর নিজের লেখা দেখে যেতে পারলেন না। তিনিও না ফেরার দেশে চলে গেলেন। সাহিত্যিকার জন্য দিয়ে গেলেন তাঁর শেষ লেখাটি।
অরুণ কুমার চক্রবর্তী ও কল্যাণ দাশগুপ্তের আত্মার শান্তি কামনা করি।
এবারের সংখ্যায় তথ্যসমৃদ্ধ প্রবন্ধ ও ভ্রমণকাহিনী লিখেছেন দেবাশীষ বন্দ্যোপাধ্যায়, বিজিত কুমার রায়, বিপুল চক্রবর্তী, অমিতাভ রায়, রঞ্জন ঘোষ দস্তিদার। হাল্কা মেজাজের লেখা দিয়েছেন জয়ন্ত মজুমদার, হিমাংশু নাথ, শান্তনু দে, প্রণব কুমার মজুমদার। বন্ধুদের স্মৃতিচারণ করেছেন সুদীপ রায়, অজয় দেবনাথ (স্কেচ) অর্নব চ্যাটার্জি। (স্বর্গত) সর্বানিদাস রায়ের একটি অপ্রকাশিত লেখাও এখানে আছে। ১৯৬৪-১৯৬৯ ব্যাচের ছাত্রছাত্রীরা এখন ২০২৪ সালে নিজেদের প্রথম পরিচয়ের ৬০ বছর পূর্তি ও পুনর্মিলনের দিনের কিছু ঘটনাবলীর গ্রন্থনা করেছেন প্রবীর কুমার সেনগুপ্ত। আর আছে দীপক রায়ের রঙিন পেন্টিং। এবারের সংখ্যায় ইন্টারনেট থেকে কিছু ছবি সংগ্রহ করতে হয়েছে। আমরা এইজন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি।
আশাকরি আমাদের সন্মিলিত আন্তরিক প্রচেষ্টা সকলের ভালো লাগবে।
সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। সকলের মিলিত সহযোগীতায় আশা রাখি, সাহিত্যিকা পাঠকদের ভালো লাগবে। অনিচ্ছাকৃত ভুলভ্রন্তির জন্য ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালো বা মন্দ যাই হোক, মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের লেখাও আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন।
আমাদের ইমেইল sarasijmajumder@gmail.com; deb.asim@yahoo.com;
ধন্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং
Add comment