স্কেচ
©অজয় দেবনাথ, ১৯৭০ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
©অজয় কুমার বসাক, ১৯৭২ সিভিল ইঞ্জিনিয়ারিং
©ধীমান চক্রবর্তী, ১৯৯৮ সিভিল ইঞ্জিনিয়ারিং
অজয় দেবনাথ, ১৯৭০ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
হায় দুর্গা তোমার দিন গিয়াছে
হে দুর্গা, হারায়েছে তোমার দিন!
পুরানে গল্পে কাব্যে রূপকথায় তুমিই অসুর মারো।
আবার পথে ঘাটের রূঢ় বাস্তবে তুমিই বারেবারে হারো।
তুমি উৎসব, তুমি বাণিজ্য, ফ্ল্যাশ লাইটের আলো,
নিশুতি রাতে ক্ষুধার জ্বালায় অশ্রু কেন ফেলো?
তুমি দশভুজা রণসাজে দশপ্রহরণধারিনী,
আমাদের কন্যা তুমি, শ্বাপদের ভয়ে কাটাও নিশীথ যামিনী।
জগত মণ্ডপে জগদ্ধাত্রী তুমি জগতের রক্ষাকর্ত্রী
অস্ত্র নয় স্টেথো হাতে তুমি যে সাধারণ ছাত্রী।
তুমি লক্ষজনের কোলাহল মাঝে দৈবি মহামায়া;
তুমি আজ মরদেহ হয়ে অকালে ত্যজিলে কায়া।
কত সহস্র দানবে হানিলে… তুমিই যে মহাকাল,
হায় দুর্গা হারায়েছে তোমার দিন ……
আমাদের তুমি, অন্তিম পর্বে শুধুই কার্নিভাল!
*******
অজয় কুমার বসাক, ১৯৭২ সিভিল ইঞ্জিনিয়ারিং
******
ধীমান চক্রবর্তী, ১৯৯৮ সিভিল ইঞ্জিনিয়ারিং
Add comment