সাহিত্যিকা

Messages From Our Teachers

Messages From Our Teachers
* Professor Ananda Mohan Ghosh
* Professor Dipak Sengupta
* Professor Sukamal Talapatra
* Professor Sambhu Nath Biswas
* Professor Baidyanath Patra
* Professor Amalendu Ghosh
* Professor Ranjit Roy
* Professor Saibal Ghosh

From: Professor Ananda Mohan Ghosh
I am very happy to know that the Sahityika Editorial team is taking a drive to publish their September issue of Sahityika magazine as a special issue on Teacher’s Day, (5th of September). Sahityika is a commendable effort of the editorial team, because its not that easy to bring so many batches of graduates, from ‘50s till recent times, in a common and undisputed forum. My best congratulations to all – the editorial team, the writers, and the readers.

I do cherish my long association with the two Departments of the 168 years old Engineering college. My association with Electrical Engineering Department (1968-1984) & Computer Science & Technology Department (1984 to 2001) was more than just a profession but a relation.

After my retirement, 20 years have already passed, but my bondage has not been diluted. I feel that our bondage is even stronger than parents – child relationship. I wish all present and past students of B.E. College / IIEST, Shibpur a vey happy personal and professional future. Also wish a grand success of the magazine.

From: Professor Dipak Sengupta
Dear Students
While looking back to my past days in 60’s and 70’s, I recall my nostalgic memories of সাহিত্যিকা magazines, which as far as I remember, were put up in the notice board of the first lobby of the college for display. I am really glad to know that you and few other students of B.E. College have initiated a drive for its revival. I have gone through a few recent issues of the magazine, and I unhesitatingly say that it is a commendable effort.

I am glad to know about your idea for bringing out a special September issue of the Magazine on the occasion of Teacher’s Day. I was associated with B.E. College for long 57 years, first as a student and then as a teacher. A great and significant part of my life was spent in B.E. College amidst a serene environment of the campus and I fondly cherish the memories of many ups and downs, changes and transformations through which the Institution had passed. During the stay in my beloved Alma Mater as a teacher, I have come across many thousands of students and on this occasion, I take the opportunity to extend my best wishes, love and affection to all of them and I sincerely pray for peace and prosperity in their life.

From: Professor Sukamal Talapatra
বিই কলেজের সাথে আমার যোগসূত্র ৫ দশকের। আমি বিই কলেজের প্রাক্তনী, তাঁর সাথে তোমাদের মাষ্টারমশাই। বিই কলেজের শিক্ষকজীবনে আমার যেটুকু আনন্দ, যেটূকু তৃপ্তি, সবই তোমাদের জন্য। আমার একটি প্রিয় কবিতার কয়েকটি লাইন মনে করে আমার ভাবনাটা তুলে দিলাম তোমাদের সকলের জন্য।

বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠতলে চলে যায় তারা কলরবে,
কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে।
ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি, দেখাশোনা হয় নিতি নিতি,
শাসন তর্জন করি’ শিখাই প্রহর ধরি, থাকে নাকো, হায়, কোনো স্মৃতি!
**********
ভাবিতে ভাবিতে যাই কী নাম? মনে তো নাই, ছাত্র ছিল কত দিন আগে;
স্মৃতিসূত্র ধরি’ টানি, কৈশোরের মুখখানি দেখি মনে জাগে কি না জাগে।
**********
ডাকিছে উদার বায়ু লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু, ডাক শোনে ব’সে রুদ্ধ ঘরে,
হাতে মসি মুখে মসি, মেঘে ঢাকা শিশু-শশী, প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে।

তোমরা সবাই ভালো থেকো। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
তোমাদের মাষ্টারমশাই সুকোমল তলাপাত্র।

******

বর্ষে বর্ষে দলে দলে        আসে বিদ্যামঠতলে
চলে যায় তারা কলরবে,
কৈশোরের কিশলয়      পর্ণে পরিণত হয়
যৌবনের শ্যামল গৌরবে।
ভালোবাসি, কাছে ডাকি       নামও সব জেনে রাখি,
দেখাশোনা হয় নিতি নিতি,
শাসন তর্জন করি’       শিখাই প্রহর ধরি,
থাকে নাকো, হায়, কোনো স্মৃতি!
ক ‘দিনের এই দেখা       সাগরসৈকতে রেখা
নূতন তরঙ্গে মুছে যায়।
ছোট ছোট দাগ পা’র      ঘুচে হয় একাকার
নব নব পদ-তাড়নায়।
জানে না কে কোথা যাবে,      জোটে হেথা, তাই ভাবে
পাঠশালা, -যেন পান্থশালা,
দুদিন একত্রে মাতে,       মেলে মেশে, ব’সে গাঁথে
নীতি-হার আর কথা-মালা।
রাজপথে দেখা হলে        কেহ যদি গুরু ব’লে
হাত তুলে করে নমস্কার,
বলি তবে হাসি মুখে        ‘বেঁচে বর্তে থাকো সুখে ‘,
স্পর্শ করি’ কেশগুলি তার।
ভাবিতে ভাবিতে যাই         কী নাম? মনে তো নাই,
ছাত্র ছিল কত দিন আগে;
স্মৃতিসূত্র ধরি’ টানি,       কৈশোরের মুখখানি
দেখি মনে জাগে কি না জাগে।
ঘন ঘন আনাগোনা         কতদিন দেখাশোনা,
তবু কেন মনে নাহি থাকে?
‘ব্যাক্তি’ ডুবে যায় ‘দলে’        মালিকা পরিলে গলে
প্রতি ফুলে কে-বা মনে রাখে?
এ জীবন ভেঙে গ’ড়ে        শ্যামল সরস ক’রে
ছাত্রধারা ব’য়ে চলে যায়,
ফেনিলতা উচ্ছলতা         হয়ে যায় তুচ্ছ কথা,
উত্তালতা সকলি মিলায়।
স্বচ্ছতায় শুধু হেরি         আমার জীবন ঘেরি ‘
ভাসে শুধু ম্লান মুখগুলি;
ভুলে যাই হট্টগোল         অট্টহাসি কলরোল,
ম্লান মুখ কখনো না ভুলি।
কেহ বা ক্ষুধায় ম্লান        কেহ রোগে ম্রিয়মাণ,
শ্রমে কারো চাহনি করুণ,
কেহ-বা বেত্রের ডরে         বন্দি হয়ে রয় ঘরে,
নেত্র কারো তন্দ্রায় অরুণ।
কেহ বাতায়ন-পাশে         চেয়ে রয় নীলাকাশে
যেন বদ্ধ পিঞ্জরের পাখি,
আকাশে হেরিয়া ঘুড়ি         মন তার যায় উড়ি,
মুখে কালো ছায়াখানি রাখি’
স্মরিয়া খেলার মাঠ         কেউ ভুলে যায় পাঠ,
বুদ্ধিতে বা কারো না কুলায়,
কেহ স্মরে গেহকোণ,        স্নেহময় ভাইবোন
ঘড়ি পানে ঘন ঘন চায়।
ডাকিছে উদার বায়ু          লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু,
ডাক শোনে ব’সে রুদ্ধ ঘরে,
হাতে মসি মুখে মসি,         মেঘে ঢাকা শিশু-শশী
প্রতিবিম্বে মোর স্মৃতি ভরে।
আর সবি গেছি ভুলি,        ভুলিনি এ মুখগুলি,
একবার মুদিলে নয়ন
আঁখিপাতা ভারী- ভারী,         ম্লান মুখ সারি সারি
আকুল করিয়া তোলে মন।

******

From: Prof. Sambhu Nath Biswas
I am extremely delighted to learn that the students are publishing their September issue of Sahityika literary magazine, dedicating to their teachers. I was directly associated with BE College/BESU for 4 decades and is still in touch with many students. To the best of my knowledge, this is the only literary magazine of BE College/BESU that a dedicated editorial team is publishing every month.

I know, you all have come across many challenges in life and have successfully and joyously could overcome all those with sincerity, dedication and courage and have made worthwhile contributions to our society. I believe that your achievements, accomplishments and contributions to our society and mankind, in various forms are worthy of applause and appreciation and we are proud of you. I hope your achievements and indomitable spirits will continue to remain a source of inspiration to all future generations.

Finally, I hope that this will find you and your family members in the best of health and spirits. I wish all of you enjoy very good health and have all round around mental peace and happiness. My sincere wish that Sahityika would continue with its high spirit.
May God bless you all.

From: Prof. Baidyanath Patra
It is so many years since you have left the institute, and you all have now become young senior citizens. Remembering your teachers in the form of publication of special issue of Sahityika monthly literary magazine, even after such a long period is a great pleasure for any.

For the last few years, I am receiving invitations to attend your annual get-together of some batches and attending also with my full enthusiasm. I am aware that my students have earned respect in their work areas, and that’s my appreciation and I am proud of you.
I wish good health, happiness, and peace for all my students.
May God bless you all.

From: Prof. Amalendu Ghosh
My Dear Beloved Students,
My appreciation for the success of our BE College literary magazine Sahityika, that is a bond between a few generations of students, in one common platform. I could see that those passed out 20 years before mine, and those 40 years after mine, are contributing to this literary magazine.

I am attending some of your annual get-together for the last few years. I cannot express in words how much do I enjoy your association in our sunny Oval ground though it’s only for a few hours. When I see you today, it gives me a feeling and great pleasure that most of you are still young at heart. I do remember many of you, a wonderful combination of all good and intelligent (but naughty) students. God bless you.

From: Professor Saibal Ghosh
অনেক ঘটনার মাঝে আমার খুব মনে পড়ে যখন তোমাদের সিভিলের ছাত্রদের সার্ভে ক্যাম্পে নিয়ে গিয়েছিলাম। আমার ভয় ছিলো, তোমাদের সামলাতে পারবো কিনা। তোমরা যে খুব শান্ত ছেলে ছিলে সেটা বলবো না, কিন্তু সেই সার্ভে ক্যাম্পে আবার অনেক বছর বাদে আমি আমার নিজেকে খুঁজে পেয়েছিলাম। তোমাদের কয়েকজন আমাকে কখন যে স্যার থেকে শৈবালদা বানিয়ে দিলে টেরই পেলাম না।
তোমরা সবাই খুব ভালো থেকো। আমার অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইলো।
শৈবাল (দা) ঘোষ।

From: Prof. Ranjit Roy
It is a great pleasure to know that our students are publishing their September issue of Sahityika, dedicating to the teachers. I wish it would be a nice tribute and strengthen our relationships.

I also sincerely hope and pray your very happy, healthy and prosperous future.
May God bless everyone.

Sahityika Admin

Add comment