সাহিত্যিকা

শিক্ষক শ্রীকুমার মল্লিকের স্মৃতিচারণ

শিক্ষক শ্রীকুমার মল্লিকের স্মৃতিচারণ
অভিজিৎ রায়, ২০০২ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লম্বা করিডরে দীর্ঘদেহী মানুষটির সামনে পড়ে গেলে ভয় করতো বেশ। উনি আমাদের SKM স্যার, প্রফেসর শ্রী শ্রীকুমার মল্লিক। পড়াতেন ইলেকট্রিক্যাল মেশিন। ফোর্থ সেমেস্টার থেকে সেভেনথ্ সেমেস্টার পর্যন্ত চারটে পেপার ছিল মেশিনের। ফোর্থ সেম থেকে সিক্সথ্ সেম পর্যন্ত তিনটি সেমের মেশিন পেপারের একটা করে পার্ট পড়াতেন স্যার। ট্রান্সফরমার, মোটর, আর জেনারেটর (অল্টারনেটর)। ইলেকট্রিক্যাল মেশিন ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাদার সাবজেক্ট। এই বিষয়ের দায়িত্বে ছিলেন শ্রীকুমার মল্লিক স্যার।

মেশিন ল্যাবে থাকতো তাঁর উজ্জ্বল ও গৌরবময় উপস্থিতি। ছাত্রছাত্রীরা বেশ ভয় পেতো ওনাকে ল্যাবে। ওনার ক্লাসে একটা কথা প্রায়ই বলতেন “Engineering is nothing but application of strong common sense”.

মনে পড়ছে রাতের পর রাত জেগে আমাদের ট্রান্সফরমার ডিজাইন করার কথা। ফোর্থ সেমে মিড টার্মে মেশিন পেপারে ৫০ পাবার স্মৃতিও মনে পড়ছে। ওনার ভাইভা ফেস করার আগে ছাত্রছাত্রীরা বেশ টেনশনে থাকতো।

আপনি দুঃখ করতেন, কেন ছেলেরা ইলেকট্রিক্যাল পড়ে আইটিতে যাচ্ছে বলে। আপনার ভাষায় ছিল ‘বিপথে’ যাওয়া। আপনি বলতেন ‘মাদার সাবজেক্টকে মেরে এইভাবে চলতে পারে না। কিন্তু স্যার, বাস্তব চিরকালই কঠিন। ২০ বছর আগে তখন সব আইটির রমরমা। কোর সেক্টরে চাকরি নেই। বিপথে তাই যেতেই হয়েছিল। তবে শপথ নিয়ে বলবো, আপনার ইলেকট্রিক্যাল মেশিন ক্লাস, মেশিন ল্যাব, ট্রান্সফরমার, মোটরিং action, অল্টারনেটর পড়ানো কোনদিনই ভুলব না।

এই দীর্ঘদেহী গম্ভীর মানুষটিকে আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেণ্টের করিডরে হাঁটাচলা করতে দেখা যাবে না ভাবলেই খারাপ লাগছে।

স্যার, আপনি যেখানেই থাকুন। ভাল থাকুন।
ওঁ শান্তি। শান্তি। শান্তি। আমাদের শেষ প্রণাম নেবেন!!

*******

A Short Biography of Professor Mallik
Srikumar Mallik (M’91–SM’03) was born in Kolkata, India. He received the B.E. degree from the Bengal Engineering College or BE College (now the Indian Institute of Engineering Science and Technology, Shibpur), Howrah, India, in 1972, and the M.E.E. and Ph.D. degrees from Jadavpur University, Kolkata, India, in 1980 and 2016, respectively, all in Electrical Engineering. He was associated with the Faculty of Electrical Engineering Department, B.E. College, Howrah, India, where he joined in the year 1981. He has been a member of several National societies and has served as an External Expert to several Government organizations. His research interest always focused on electrical machines with emphasis on their design and optimization. Dr. Mallik was a life member of the Indian Society of Technical Education and the Indian Society of Lighting Engineers.

Publication Topics
• Applications In Different Fields,
• Choice Of Materials,
• Constraint Violation,
• Core Material,
• Cost Constraints,
• Efficiency Improvement,
• Feasible Design,
• Feasible Solution,
• General Optimization,
• General Optimization Problem,
• Induction Motor,
• Inequality Constraints

Source: https://ieeexplore.ieee.org/author/37086245262
(Biography is based on document published on 9 June 2017)

Sahityika Admin

1 comment