সম্পাদকীয়
সাহিত্যিকা ৩৭তম সংখ্যা (আগস্ট ২০২৪), সংখ্যা প্রকাশিত হলো।
যারা ইমেইল আইডি দিয়েছিলেন, তাদেরকে ইমেইলেও এই সংখ্যা পাঠানো হয়েছে।
এখন বর্ষা, সেই নিরিখে সেই ভাবনায় এবারের সাহিত্যিকায় কয়েকটি কবিতা ও স্কেচ দিয়েছেন সোহম দাশগুপ্ত, রামু দত্ত, অপূর্ব চক্রবর্তী, ও অজয় কুমার বসাক।
ধারাবাহিক রবীন্দ্রনাথের উপর লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ঐতিহাসিক পটভূমিকায় মনোজ কর, ভ্রমণকাহিনী অমিতাভ রায় ও মায়ের স্মৃতিচারণে গণেশ ঢোল।
১৯৮৯ ব্যাচের উদ্যোগে সম্প্রতি কলেজে বৃক্ষরোপণ হয়েছে, পেশ করেছেন চিন্ময় জানা।
আর বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ, জঙ্গলের অভিজ্ঞতা লিখেছেন বিজিত কুমার রায়, সুকৃৎ বসু, সুপ্রিয় চক্রবর্তী, দিব্যজ্যোতি দত্ত রায়, সুনন্দা গাঙ্গুলি, তাপস সামন্ত, রমু বড়াল, সঞ্জয় বসু,
কলেজ জীবনের স্মৃতিচারণ করেছেন দীপক চক্রবর্তী, সৌমিত্র সিনহা।
Current Affairs সংকলন করেছেন সরসিজ মজুমদার।
আমাদের এক প্রাক্তনী অমৃতা রায়চৌধুরী’র (২০১৫ CST) সাম্প্রতিক সাফল্য এই সংখ্যায় আমরা প্রকাশ করেছি। সাহিত্যিকা ও আমাদের কলেজের সকল প্রাক্তনীদের পক্ষ থেকে অমৃতার আরও সাফল্য কামনা করি।
প্রচ্ছদ এঁকেছেন দীপায়ন লোধ।
এবারের সংখ্যায় ইন্টারনেট থেকে কিছু ছবি সংগ্রহ করতে হয়েছে। আমরা এইজন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি।
আশাকরি আমাদের সন্মিলিত আন্তরিক প্রচেষ্টা সকলের ভালো লাগবে।
সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। সকলের মিলিত সহযোগীতায় আশা রাখি, সাহিত্যিকা পাঠকদের ভালো লাগবে। অনিচ্ছাকৃত ভুলভ্রন্তির জন্য ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালো বা মন্দ যাই হোক, মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন। আপনাদের লেখাও আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন।
আমাদের ইমেইল sarasijmajumder@gmail.com; deb.asim@yahoo.com;
ধন্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং
Add comment