সম্পাদকীয়
সাহিত্যিকা ৩৬ তম সংখ্যা (June, 2024) আমাদের একটি পরীক্ষামূলক প্রচেষ্টা। এর আগে ১৯৭৭ ব্যাচের প্রাক্তনীরা সাহিত্যিকা ৩৪ তম সংখ্যাটিতে নিজেদের অনেক লেখা দিয়ে একটি বিশেষ সংখ্যা প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। এইবার ১৯৭৪ ব্যাচের প্রাক্তনীরাও তাঁদের সাম্প্রতিক ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে নিজেদের একটি বিশেষ সংখ্যা প্রকাশের আগ্রহ জানিয়েছেন। তারই ফলস্বরূপ আমাদের এই সাম্প্রতিক সাহিত্যিকার ৩৬ তম সংখ্যা। ‘৭৪ এর প্রাক্তনীরা বিভিন্ন ঘরানার লেখা দিয়ে এটি সমৃদ্ধ করেছেন। এই উদ্যোগে প্রাথমিকভাবে প্রদীপ্ত সিনহা ও পরবর্তী সময়ে স্নেহাশীষ ঘোষ বিশেষ উদ্যোগ নিয়ে আমাদেরকে সহায়তা করেছেন। সাহিত্যিকার তরফ থেকে এই দু’জনকেই অনেক ধন্যবাদ জানাই।
আমাদের অনেক ব্যাচই মাঝেমধ্যেই নিজেদের প্রিন্টেড ম্যাগাজিন প্রকাশ করে, যেগুলি সংখ্যায় হয় সীমিত, আর্কাইভ করে রাখা কঠিন, তাই অন্যরা পড়ার সুযোগ পায় না। পরবর্তী সময়ে ছোটখাটো সংশোধনও করা যায় না। সাহিত্যিকা সম্পাদকমন্ডলী বিভিন্ন ব্যাচের এই বিশেষ বিশেষ ম্যাগাজিনগুলিকে ওয়েব ফর্মাটে সংরক্ষণের সহযোগীতায় রাজি হয়েছে। এবারের ৩৬ তম সাহিত্যিকা হবে এইরকমই ৭৪ ব্যাচের বিশেষ সংখ্যা। সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। সকলের মিলিত সহযোগীতায় আশা রাখি, এবারের সাহিত্যিকা পাঠকদের ভালো লাগবে। অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হলে মার্জনা করে দেবেন। আশা রাখি, আপনাদের ভালো বা মন্দ যাই হোক, মূল্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন।
এবারের সংখ্যায় ইন্টারনেট থেকে অজানা শিল্পীদের কিছু ছবি সংগ্রহ করতে হয়েছে। আমরা এইজন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি।
১৯৮৩ ব্যাচও এইরুপ নিজেদের ম্যাগাজিন সাহিত্যিকার সাথে যুগ্মভাবে ওয়েব ফর্ম্যাটে প্রকাশ করতে আগ্রহী হয়েছে। আরও ব্যাচ যদি ওয়েব ফর্মাটে নিজেদের বিশেষ সংখ্যা (নতুন বা ইতিমধ্যেই পূর্বপ্রকাশিত) প্রকাশে ইচ্ছুক হয়, তাহলে ব্যাচের একজন Single Point of Contact আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আরও একটি কথা মনে রাখতে হবে, সীমিত হলেও বিই কলেজের প্রাক্তনী নয় এরকম অনেকেই এখন সাহিত্যিকার পাঠক। তাঁরাও এখন খুব সহজেই আমাদের সাহিত্যিকা নিজেদের হাতের মুঠোয় পেয়ে যাবেন।
আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন।
যোগাযোগের জন্য আমাদের ইমেইল sarasijmajumder@gmail.com; deb.asim@yahoo.com;
ধন্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং
এই সংখ্যার প্রচ্ছদ অলংকরণ করেছেন সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
খুব ভাল এক প্রচেষ্টা । এই ম্যাগাজিন ১৯৭৪ র প্রাক্তনীদের স্বর্ন জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ এক পাওয়া। জীবনের গোধূলী লগ্নে কলেজ জীবনের অনেক ঘটনা স্মৃতি আমাদের মনে কিছুক্ষন হলেও রংয়ের তুলিতে পিছনের দিকে তাকাতে উজ্জীবিত করবে।
অনেক ধন্যবাদ সাহিত্যিকার সম্পাদক মন্ডলীকে।