ডাউন মেমরি লেন – কিছু ছবি কিছু স্মৃতি
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
আয়, আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়
মোরা ভোরের বেলায় ফুল তুলেছি, দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি, গেলেম কে কোথায়
……………
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়
Kalyanehwari Survey Camp, 1973
We had joy, we had fun, we had seasons in the sun
But the hills that we climbed were just seasons out of time.
We had joy, we had fun, we had seasons in the sun
But the wine and the song like the seasons have all gone
Now that the spring is in the air
With the flowers everywhere
I wish that we could both be there.
We had joy, we had fun, we had seasons in the sun
But the wine……..
Goodbye, my friend, it’s hard to die
When all the birds are singing in the sky.
*** Source: Musixmatch
*** Songwriters: Jacques Romain G. Brel / Rod Mckuen
Add comment