সাহিত্যিকা

সম্পাদকীয় (সাহিত্যিকা ৩৫তম সংখ্যা)

সম্পাদকীয় (সাহিত্যিকা ৩৫তম সংখ্যা)

সাহিত্যিকার ৩৫তম সংখ্যা (May 2024) প্রকাশিত হলো।
এই মে মাসে আমরা পাই তিনটি উল্লেখযোগ্য দিন – আন্তর্জাতিক মাতৃদিবস, রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের জন্মদিন। সেই নিরিখে এই সাহিত্যিকায় প্রতিবারের মতন এবারেও একটি বিশেষ সংখ্যা নিবেদন করছি।

এবারের সাহিত্যিকায় মাতৃবন্দনা ভাবনার লেখা পাবো বন্দনা মিত্র, গণেশ ঢোল, কুন্তলা ভট্টাচার্য, ও অঙ্কিতা মজুমদারের লেখায়।
নক্ষত্র সেন, দীপায়ন লোধ, আর অজয় কুমার বসাক মাতৃত্বের স্নেহটুকু সুন্দরভাবে তুলে ধরেছেন তাঁদের নিজেদের স্কেচে।
রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের উপর লেখা দিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় (জানা-অজানা ধারাবাহিক), বিজিত কুমার রায়, প্রদীপ ভৌমিক, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দেবপ্রসাদ দে, অসীম দেব, সুজন ভট্টচার্য, তাপস বিশ্বাস, প্রমিত বসু, অজয় দেবনাথ, অমিত ঘোষ, ও সৌরীশ সরকার।
স্কেচ দিয়েছেন অজয় দেবনাথ।
প্রচ্ছদ এঁকেছেন দীপায়ন লোধ, ২০০৯ সিভিল ইঞ্জিনিয়ারিং

এইরূপ নানারকমের সম্ভার নিয়ে পেশ করছি এবারের সাহিত্যিকার ৩৫ তম সংখ্যা। আশা রাখি, সকলের ভালো লাগবে। আপনাদের মূল‍্যবান মতামত দিয়ে ভবিষ‍্যতের রচনাগুলো আরও সমৃদ্ধ করার জন‍্য উৎসাহিত করবেন। সেই সঙ্গে আপনাদের সকলের কাছে অনুরোধ করবো নিয়মিত লেখা দিয়ে আমাদের এই মাসিকা পত্রিকাকে সমৃদ্ধ করার জন‍্য।

এবারের সংখ্যায় ইন্টারনেট থেকে অনেক মূল্যবান ছবি সংগ্রহ করতে হয়েছে। তেমনি গল্প কবিতা প্রবন্ধের জন্য অজানা শিল্পীদেরও কিছু ছবি আমরা নিয়েছি। আমরা এইজন্য আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি।

ধন‍্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং

সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। আপনাদের লেখা আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন। আমাদের ইমেইল deb.asim@yahoo.com

Sahityika Admin

4 comments

  • সূচিপত্র সাহিত্যিকা ৩৫তম সংখ্যা (মে ২০২৪) – সাহিত্যিকা says:

    […] সম্পাদকীয় কঙ্কাবতী @বন্দনা মিত্র, ১৯৮৬ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং Motherhood is a Blessing; Best in The Eyes of a Child Kuntala Bhattacharya, 1999 Electronics & Tele-Communication Engineering আমার মাতৃভাবনা @নক্ষত্র সেন, ২০০৯ আর্কিটেকচার ও প্ল্যানিং প্ৰিয় মা, অঙ্কিতা মজুমদার, ২০০৯ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আসমানি (ধারাবাহিক) ©গণেশ ঢোল, ১৯৮৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার ছবিতে মাতৃভাবনা @অজয় কুমার বসাক, ১৯৭২ সিভিল ইঞ্জিনিয়ারিং রবীন্দ্রনাথের নারীচরিত্র দেবপ্রসাদ দে (মামু), ১৯৭৭ সিভিল ইঞ্জিনিয়ারিং স্ত্রীর পত্র (রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প “স্ত্রীর পত্র” অবলম্বনে) @অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং জানা / অজানা রবীন্দ্রনাথ ঠাকুর (ধারাবাহিক) সংকলক: দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ১৯৮১ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রফেসর শঙ্কু ফ্যান-ফিকশন অমিত ঘোষ রবীন্দ্রসঙ্গীতে ঈশ্বরচিন্তা @সুজন ভট্টচার্য, ১৯৮১, সিভিল ইঞ্জিনিয়ারিং রবীন্দ্রনাথ ও ময়মনসিংহের মসুয়ার রায় বংশ @ বিজিত কুমার রায়, ১৯৭৪ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানসী ও কল্যাণী @তাপস বিশ্বাস, ১৯৭৬ সিভিল ইঞ্জিনিয়ারিং রবিঠাকুরের গল্প নিয়ে সত্যজিতের চার কন্যা বিজিত কুমার রায়, ১৯৭৪ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বুদ্ধ ও রবীন্দ্রনাথ @প্রমিত বসু, ২০০১ সিভিল ইঞ্জিনিয়ারিং গুপী গাইন বাঘা বাইন গল্পটির চলচ্চিত্রায়নের গল্প অজয় দেবনাথ, ১৯৭০ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সত্যজিৎ রায়ের জীবনে ও চলচ্চিত্রে নারী  প্রদীপ ভৌমিক, ১৯৭৪ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সৃষ্টির বিড়ম্বনা @সৌরীশ সরকার, ১৯৯৫ সিভিল ইঞ্জিনিয়ারিং […]

  • খুব ভালো একটা সংখ্যা পেলাম। কয়েকটি লেখা যত্ন করে সেভ করে রাখবো

  • শরদিন্দু চৌধুরী, প্রেসিডেন্সি কলেজ says:

    আমাদের রবীন্দ্রনাথ ও সত্যজিৎকে নিয়ে এরকম একটি বিশেষ সংখ্যার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।

  • এবারের সাহিত্যিকার বিশেষ সংখ্যা খুবই ভালো লাগলো। সাহিত্যিকার আরও সাফল্য হোক।