রবিঠাকুরের গল্প নিয়ে সত্যজিতের চার কন্যা
বিজিত কুমার রায়, ১৯৭৪ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
২ মে, কিংবদন্তী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ১০৩ তম জন্মবার্ষিকী। চলচ্চিত্র পরিচালনায় উনি অনেক উপন্যাসিক এর গল্প উপন্যাস নিয়েই কাজ করেছেন। বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের পথের পাঁচালী দিয়ে শুরু হয়েছিল। তবে সবসময়ই তার একটা বিশেষ দুর্বলতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মে সেটা তিনি তাঁর বিভিন্ন প্রবন্ধে উল্লেখ করেছেন।
১৯৬১ সালে সত্যজিৎ রায় রবিঠাকুরের তিন ছোটগল্প সমাপ্তি, পোস্টমাস্টার ও মণিহারা নিয়ে একত্রে নির্মাণ করেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তিন কন্যা’। তার তিন বছর পর ১৯৬৪ সালে মুক্তি পায় ‘নষ্টনীড়’ গল্প অবলম্বনে নির্মিত ‘চারুলতা’ যেখানে একজন নিঃসঙ্গ নারীর কথা তুলে ধরা হয়েছে। সত্যজিতের জন্মদিনের এই বিশেষ প্রহরে তিন কন্যা আর চারুলতার এক কন্যা মিলে এই চার কন্যার গল্প শোনা যাক তবে।
Mrinmoyee and Ratan, played in the film are both newcomers. I discovered (I generally do my own talent scouting) Chandana Bannerji in a dancing school taking her first lessons in Bharatanatyam. A pair of myopic glasses couldn’t hide the glint in her eyes, and the buck tooth showed with the very first words she spoke.
তিন কন্যা (১৯৬১)
১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শততম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত ‘তিন কন্যা’। চলচ্চিত্রটি মূলত রবীন্দ্রনাথের তিনটি ছোট গল্প পোস্টমাস্টার, মণিহারা ও সমাপ্তি থেকে করা তিনটি চলচ্চিত্রের একটি সংকলন। তিনটি গল্পের তিনটি প্রধান চরিত্রই নারী বা কন্যা, এই তিন নারীচরিত্রকে বোঝাতে চলচ্চিত্রটির নাম দেয়া হয়েছে তিন কন্যা। প্রথম গল্প পোস্টমাস্টার-এ একটি প্রধান চরিত্রে কন্যার বয়স ১০-১২ বছরের। দ্বিতীয় গল্প মণিহারা-তে কন্যা বিবাহিতা, তার বয়স ২০-২৫। আর তৃতীয় গল্প সমাপ্তি-তে কন্যা ষোড়শী।
প্রথম গল্প পোস্টমাস্টারে আমরা পাই শহুরে পরিবেশে অভ্যস্ত পোস্টমাস্টার নন্দলালকে, যাকে চাকরির খাতিরে আসতে হয় এক অজ পাড়াগাঁয়ে। রবীন্দ্রনাথ গল্পের শুরুতে লিখেছেন, “প্রথম কাজ আরম্ভ করিয়াই উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য। –আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে। জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে।” সেই নন্দলালের জন্য কাজ করে ১২ বছরের এক কিশোরী যার নাম রতন। রবীন্দ্রনাথের গল্পে রতনের বয়স বলা হয়েছে ১২/১৩। তখনকার সময়ে বিয়ের বয়স। সত্যজিৎ সিনেমার কারনে রতনের বয়স কমিয়ে নয় বছরের কাছাকাছি নিয়ে এলেন। পোস্টমাস্টার মূলত এই দুই চরিত্রের মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প। নন্দলাল বেশ কিছুদিন সেই পোস্টঅফিসে কাজ করার দরুণ রতনকে তার নিজের ছোট বোনটির মতো ভাবতে শুরু করে। রতনকে লেখাপড়াও শেখানোর চেষ্টা করে সে। নন্দলালের অসুস্থতার সময় রতন তাকে দিনরাত সেবা করে সারিয়ে তোলে। কিন্তু নন্দলাল যখন চাকরি ছেড়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাবার সময় অভিমানে রতন তার সাথে কথা বলা দূরে থাক ফিরেও তাকায় না! এই ছবিতে অভিনয় করেছেন চন্দনা বন্দ্যোপাধ্যায়, অনিল চট্টোপাধ্যায়, নৃপতি চট্টোপাধ্যায়।
১২৯৮ বঙ্গাব্দ অর্থাৎ ১৯০১ সাল। রবীন্দ্রনাথ তখন জমিদারির কাজে ব্যস্ত। এইসময় ছোটগল্প লেখা শুরু করেছেন। এই সংরূপ বাংলা সাহিত্যে একেবারেই নতুন। ছোটো সুখ, ছোটো ব্যথা, সহজ সরল কিছু আবেগ ঘিরে তৈরি করছেন শব্দের প্রাচীর আর বাংলা সাহিত্য চিনে নিচ্ছে লেখার নতুন এক ধরন। পোস্টমাস্টার লেখার সময় রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের সাজাদপুরে। জমিদারের গাম্ভীর্য নিয়ে শুধু নয়, কবির মনটি নিয়েও তিনি অবাধে মিশছেন প্রজাদের সঙ্গে। মনের ক্যামেরায় তুলে রাখছেন এই সাধারণ, নিস্তরঙ্গ জীবন। ইচ্ছা, কলমের জাদুস্পর্শে সেগুলিকে অমর করবেন। ‘হিতবাদী’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল গল্পটি। পোস্টমাস্টার আর রতনের এই আশ্চর্য সম্পর্ক কোনো জটিলতা ছাড়াই অনন্য। পরে এই রতনই হবে সত্যজিতের সিনেমার তিনকন্যার এক কন্যা। উলাপুর গ্রামটিকে প্রায় হুবহুই দেখাবেন পরিচালক সত্যজিৎ রায়। চারিদিকের সবুজের মধ্যে একটা অন্ধকার ছায়া রয়েছে সিনেমায়। মনে হয়, উলাপুর গ্রামের নিঃসঙ্গ পোস্টমাস্টারের মানসিক অবসাদের প্রতীক ওই আঁধার। নামভূমিকায় অভিনয় করেছিলেন অনিল চ্যাটার্জি আর রতন হয়েছিলেন চন্দনা বন্দ্যোপাধ্যায়। গল্পের ভাষাকে নিজের মতো করে প্রকাশ করেছেন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ আর সত্যজিতের এই যুগলবন্দি অত্যন্ত আকর্ষক।
অন্যদিকে, মণিহারা গল্পটি অনেকটাই রহস্য ও ভৌতিকতার আবেশ তৈরি করে দর্শকমনে। ছবিতে গহনার লোভে চিত্তবিকারগ্রস্ত কন্যা মণিমালিকার ভূমিকায় অভিনয় করেন কণিকা মজুমদার আর তার স্বামী জমিদার ফণীভূষণ সাহার ভূমিকায় কালী বন্দ্যোপাধ্যায়। জমিদার ফণীভূষণের স্ত্রী মণিমালিকা সোনার গয়নায় আসক্ত। সন্তান না হওয়ায় পরিবারের লোকজনের নানান কটুকথা শুনে তাঁরা সবার থেকে দূরে চলে আসে। ওদিকে তাদের খোঁজ পেয়ে ছুটে আসে মণিমালিকার পুরনো প্রেমিক ও দূরসম্পর্কের ভাই মধুসূদন ছোট একটা চাকরির খোঁজে। জমিদারের গুদামে আগুন লাগে, সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, প্রয়োজন হয় প্রচুর অর্থের। সে অর্থের জোগাড় করতে মণিমালিকাকে একা রেখে শহরে যায় জমিদার। ওদিকে মণিমালিকা, লোভী মধুসূদনকে নিয়ে সমস্ত গয়নাসহ পালিয়ে যায়। জমিদার ফিরে এসে মণিমালিকার কোনো খোঁজ পায় না। স্ত্রীর শোকে কাতর হয়ে পাগল হয়ে যায়। ছবিটিকে ভূতের ছবির তকমাও পুরোপুরিভাবে দেয়া যায় না কারণ এতে কতকটা রহস্য আর নারী মনের নতুন একটা দিকও উঠে এসেছে। ছবির শেষাংশে সোনার কঙ্কণ পরা কঙ্কালের হাত ফণীভূষণের পাশে রাখা গহনার দিকে নাটকীয়ভাবে এগিয়ে এলে সেটি ত্রাসের সঞ্চার করে, কিন্তু এতে রহস্য উন্মোচন হয় না পুরোপুরি, মণিমালিকা আদৌ বেঁচে আছে কি নেই!
মনিহারা গল্পটি আকারের দিক থেকে বড় হলেও, গল্পটির বিষয়বস্তু সংক্ষিপ্ত। শুধুমাত্র ফনিভূষণ ও তাঁর স্ত্রীর দাম্পত্য জীবন, মনিমালিকার গহনা প্রতি আকর্ষণ ও তার পরিণাম নিয়ে এই গল্প রচিত। এজন্যই গল্পটি বিবরণ হয়ে উঠেছে সংকেত ধর্মী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মনিহারা’ গল্পটির মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়নি। নদীর ঘাটে বসে স্কুলমাস্টারের মুখে সম্পূর্ণ ঘটনায় ব্যক্ত করা হয়েছে। তাই গল্পটি হয়ে উঠেছে নিখুঁত এবং এবং গল্পটি তৈরি হয়েছে সুপরিকল্পিত ভাবে। কবি এই গল্পে ফনিভূষণের ব্যবসার মন্দার কথা তুলে ধরেছেন। তার স্ত্রী মনিমালিকার গহনার প্রতি আকর্ষণ এবং গহনা হাতছাড়া হওয়ার ভয়ে অপরিচিত ব্যক্তির সঙ্গে বাপের বাড়ি যাত্রা তুলে ধরেছেন। তাদের দুইজনার দাম্পত্য জীবন যে সুখের ছিল না, সেটা তিনি শুধুমাত্র ইঙ্গিত আকারে বুঝিয়েছেন। কোন বিস্তারিত বর্ণনা মাধ্যমে তা ব্যক্ত করেননি। কাজেই বোঝা যায় তিনি গল্পের মধ্যে বাড়তি অংশ বাদ দিয়েছেন ।
এখানে উল্লেখ করা যেতে পারে, সত্যজিৎ তিনকন্যার ইন্টারন্যাশনাল ভার্সন বানিয়েছিলেন শুধু দুটি গল্প নিয়ে, মনিহারা বাদ দিয়ে। সত্যজিতের নিজের কথায়
There is, in fact, less dispute over the greatness of his short stories than of his poems, and the frequent comparison with Chekov is by no means an idle one. Both Postmaster and Samapti which comprise of Two Daughters, as well as good many others he wrote, bring the Russian master to mind.
I knew I would have to turn to Tagore sooner or later for film subjects. The centenary of the poet’s birth in 1961 provided an excellent excuse. Two Daughters was really as much a homage to Tagore as a fulfilment of a long felt urge to make short story films. The choice of these particular stories as against at least fifty other equally translatable ones was naturally dictated by my own temperament.
In re-reading the stories, my sympathies turned the quickest to Ratan, the wistful little waif of Postmaster, grown beyond her years, holding her grief with a stubbornness befitting an adult four times her age – and to Mrinmoyee, the rustic tomboy of Samapti whose marriage with a young scholar from the city gives rise to such hectic developments. Both these films provided opportunities for exploring the subtle nuances of human relationships that have fascinated me ever since my first film, Pather Panchali.
The main problem in Samapti, from the cinematic point of view, was to convey the fact of Mrinmoyee suddenly, almost magically, outgrowing her adolescence. Tagore conveys this in a single line of lyrical prose. One could do it with words in the film too, of course. “Mother, I think there’s something happening inside of me. I don’t want to go out and play with the boys anymore,” or words to that effect.
But such devices didn’t appeal to me; I strongly believe that the most crucial developments in a film should be conveyed as far as possible in predominantly visual terms. I write my own dialogue, and like doing it, but I still find grappling with visual problems a far more exciting task than finding the right words to put into the mouths of my characters. Thus, it was that the squirrel motif in Samapti came into being.
Aparna Das Gupta, who plays Mrinmoyee, was the daughter of a film critic friend of mine and was doing her last term at school. The rest of the cast was mainly professional. As always, I found it helped to have the pros and the non-pros playing together. The non-pros feel flattered and elated to be put on a par with the pros, while the pros, faced with the competition of untutored ease and unnaturalness, find themselves suppressing their mannerisms.
Postmaster was shot in one week in a village only five miles beyond the city limits to the south of Calcutta. When the wind blew in from the north, it brought with it the faint buzz of city traffic. And yet, there were snakes and lizards around, and insects we barely knew the names of.
For Samapti, we had to move a hundred and fifty miles to the east. The river in the film, the famous Padma, runs between Bengal and Pakistan, and if you rowed out beyond a certain point, you would be trespassing on foreign waters. We chose the rainy season because we needed muddy roads for a certain key scene.
The river was in full flow fringed with muddy water. The Padma flowed. But we found the roads to be dry. It hadn’t, we were told, rained hard enough. We prayed for rain, but it didn’t come. On the last day of our shoot, we took buckets and hosepipes and garden sprays and set about watering the road with pondwater. We did this for four hours, and then we watched the parched earth soak up each bucketful in a monstrous, unquenchable thirst. And then the shower came, the best awesome downpour you can think of, and in less than ten minutes we had all the mud and slush and puddles we needed. And we had our shots.
Acknowledgement & Thanks. It is excerpted from Satyajit Ray Miscellany – On Life, Cinema, People and Much More, edited by Sandip Ray, Penguin Random House India.
সর্বশেষ গল্প ‘সমাপ্তি’তে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন। ব্লাউজ ছাড়া শাড়ি, নাকে ফুল আর জবজবে তেল বাঁধা চুল; ডানপিটে দস্যি মেয়ে মৃন্ময়ীর চরিত্রে অপর্ণা সেনের অনবদ্য অভিনয় দর্শকদের চোখে এখনও লেগে আছে। সারাদিন গাছে ঝুলে দস্যিপনা করা, গয়না গায়ে বাসর ঘর থেকে পালিয়ে যাওয়া, পোষা কাঠবিড়ালির সঙ্গে তার ছেলেমানুষী খেলা, ছবির শুরুর দৃশ্যে পালতোলা নৌকা, গ্রামের কর্দমাক্ত মেঠোপথ এসবই যেন আবহমান বাংলাকে ফুটিয়ে তোলে।
সিনেমার প্রতিটি দৃশ্য স্বতন্ত্র। ইঙ্গিতে কথা বলে। নৌকা, বই, ফোটোফ্রেম, চকচকে জুতো, সূঁচ সুতোর ফোঁড়ে ‘পতির পূণ্যে সতীর পূণ্য’ কথার ইঙ্গিত, গ্রামোফোন-রেকর্ড, দোলনা, কাঠবেড়ালি, চিঠির পাতা – সবই বিশেষ বিশেষ অনুভূতির প্রতীক। সিনেমার শুরুতে চড়কি নামের কাঠবেড়ালির প্রতি মৃন্ময়ীর প্রবল আবেগ তাঁর শৈশবের প্রতীক করে তোলে এই কাঠবেড়ালিটিকে। শেষে ওই কাঠবেড়ালির মৃত শরীর দেখে দর্শক শিউরে ওঠে। কিন্তু মৃন্ময়ীর তেমন ভাববিকার হয় না। কাঠবেড়ালিটি অবশ্যই মৃন্ময়ীর শৈশবের প্রতীক। কাঁচি দিয়ে নিজের চুল কেটে একসময় রাগ দেখাতো মৃন্ময়ী, গাছে গাছে চড়ে, দোলনায় দুলে দিন কাটতো তার। অথচ তার মধ্যেও লক্ষ্মীমন্ত নারী হয়ে ওঠার সব সম্ভাবনা ছিল। শুক্তোয় কী ফোড়ন দেওয়া হয় সেটাও জানা ছিল। এই মেয়েটির বাবার জন্য মনকেমন করত। গল্পের অপূর্ব হোক বা সিনেমার অমূল্য মৃন্ময়ীকে বোঝার চেষ্টার ত্রুটি রাখেনি। কোনোরকম জোরও করেনি তার উপর। হয়তো তাই তার বিরহ মৃন্ময়ীকে পুরোপুরি নারী করে তুলবে। বিধবা মা ও ছেলের সম্পর্কের হালকা জটিলতা ও অধিকারবোধও দেখানো হয়েছে। অমূল্য প্রথম যে কনে দেখতে যায়, সেখানে এক সময়কার কনে দেখার আসরের নিখুঁত বর্ণনা রয়েছে। নির্মল হাস্যরস সমাজের অনেক জটিল রীতিনীতি সহজ করে বলে দিয়েছে সত্যজিতের ছবিতে।
‘তিনকন্যা’-র তিনটি ছবির মধ্যে সমাপ্তি সিনেমাটি অন্য মাত্রার। বেশ কয়েকটি মনস্তাত্ত্বিক সমস্যা দেখানো হয়েছে দৃশ্যগুলির আড়ালে। রবীন্দ্রনাথের গল্পের শেষটিকে একেবারেই নিজের মতো করে সৃজন করেছেন সত্যজিৎ। এইখানেই তাঁর স্বকীয়তা। হয়তো তাই ‘সমাপ্তি’ সিনেমাটি রাষ্ট্রপতির স্বর্ণপদক পেয়েছিল। এছাড়াও বার্লিন ও মেলবোর্ন চলচ্চিত্র উৎসবেও আলাদা করে সম্মানিত হয় সমাপ্তি সিনেমা। লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের রুপোলি জগতে ‘সমাপ্তি’ একটি মেয়ের মিনু থেকে মৃন্ময়ী হয়ে ওঠার গল্প। মেয়েটির বড়ো হওয়ার আধুনিক কাহিনি।
হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুরু,
ঘন মেঘের ভুরু কুটিল কুঞ্চিত,
হল রোমাঞ্চিত বন বনান্তর’
– এই গানের ‘সঘনবর্ষণশব্দমুখরিত’ দৃশ্যরূপ সত্যজিৎ স্মৃতিধার্য করে রেখেছেন তাঁর রবীন্দ্রনাথ তথ্যচিত্রে। দু’চোখ ভরে থাকে সেই আদিগন্ত চরাচরব্যাপী দৃশ্য, চোখ আর গানের অবিরত চলাচলে তৈরি হতে থাকে ছন্দ, দেখতে দেখতে মনে পড়ে কবির ছিন্নপত্র: ‘অশ্রান্ত বৃষ্টি… সজল শ্যামল অবনত মেঘ স্তূপে স্তূপে স্তরে স্তরে জমে রয়েছে… পদ্মার ঘোলা জলরাশি ছায়ায় আচ্ছন্ন হয়ে এসেছে; নদীর এক তীর থেকে আর-এক তীর পর্যন্ত মেঘের সঙ্গে মেঘ আবদ্ধ হয়ে সমস্ত আকাশ অধিকার করে নিয়েছে…’ (শিলাইদহ, ৫ অগস্ট ১৮৯৪) ।
সত্যজিতের ছবিটির সমাপ্তি সূচিত হয় কবির আশি বছরের জন্মদিনে, মানবপ্রজাতির জন্যে রেখে যাওয়া তাঁর অমোঘ সভ্যতার সংকট-এ: ‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব।… মনুষ্যত্বের অন্তহীন প্রতিকারহীন পরাভবকে চরম বলে বিশ্বাস করাকে আমি অপরাধ মনে করি। এই কথা আজ বলে যাব, প্রবলপ্রতাপশালীরও ক্ষমতা মদমত্ততা আত্মম্ভরিতা যে নিরাপদ নয় তারই প্রমাণ হবার দিন আজ সম্মুখে উপস্থিত হয়েছে; নিশ্চিত এ সত্য প্রমাণিত হবে…’ (১৯৪১)। শেষ দৃশ্যে ধ্বনিত হয় ‘ঐ মহামানব আসে,/ দিকে দিকে রোমাঞ্চ লাগে / মর্ত্যধূলির ঘাসে ঘাসে।’
১৯৬১, রবীন্দ্রনাথের জন্মশতবর্ষে এ ছবিটি করার পাশাপাশি তিন রবীন্দ্র-ছোটগল্পের (পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি) সমাহারে তিন কন্যা করেছিলেন সত্যজিৎ, এই মে মাসেই সে ছবি মুক্তি পেয়েছিল এ শহরে, এবং দিল্লি-সহ অন্যত্রও। সত্যজিতের সেই প্রথম রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে ছবি করা। এখানেই শেষ নয় তাঁর রবীন্দ্রশ্রদ্ধাঞ্জলি, সে বছর কবির যে ডাকটিকিটটি প্রকাশ পায়, তার শিল্পকর্মের ভারও নেন তিনি, সেটিই এ বারের প্রকাশিতব্য সন্দেশ পত্রিকার প্রচ্ছদ। সম্পাদক সন্দীপ রায় জানালেন, “আমাদের বাড়িতে আমানুল হকের তোলা একটা ছবি আছে, দেখি, তাতে বাবা বসে রবীন্দ্রনাথের ওই ডাকটিকিটের ডিজ়াইন করছেন। আমি স্থির করে ফেলি যে বাবার এই আর্টওয়ার্কটা সকলের দেখা দরকার, রবীন্দ্রনাথের একটা পোর্ট্রেট থেকে উনি এটা করেছিলেন। অতএব রবীন্দ্রনাথের ১৬০তম জন্মবর্ষে আর বাবার শতবর্ষে সন্দেশ-এর এটাই হবে যথার্থ প্রচ্ছদ।” সংখ্যাটিতে ডাকটিকিটে বিশ্বকবি শীর্ষক একটি লেখায় দেবাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘১৯৬১ সালের ৭ মে এই টিকিটটি প্রকাশ পেয়েছিল।… কবির এই ছবিটি তোলা হয়েছিল ১৯২৬ সালে ইতালির মিলান শহরে।’ এ সংখ্যায় রবীন্দ্রনাথকে নিয়ে ক্রোড়পত্রে সঙ্কলিত হয়েছে সে কালে সন্দেশ-এ লেখা তাঁর যাবতীয় রচনা। সুকুমার রায়ের মৃত্যুর বছর দুয়েকের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার পর ফের সন্দেশ বেরোতে থাকে সত্যজিতের মেজকাকা সুবিনয় রায়ের তত্ত্বাবধানে, “এই সন্দেশেই ধারাবাহিক ভাবে প্রথম সংখ্যা থেকে বেরোয় রবীন্দ্রনাথের সে,” যখন ছোট ছিলাম বইয়ে লিখেছেন সত্যজিৎ।
উল্লেখ্য, তিন কন্যা থেকে সত্যজিৎ তার চলচ্চিত্রের সঙ্গীত নিজেই রচনা করতেন। ছবিটি বেস্ট ফিচার ফিল্ম এর ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়। এছাড়া শ্রেষ্ঠ চলচ্চিত্রের খেতাব জেতে মেলবোর্ন ও বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
চারুলতা (১৯৬৪)
১৯০১ সালে রবিঠাকুর তার ছোটগল্প নষ্টনীড় লেখেন। এটি তার রচিত শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর মধ্যে একটি বলে বিবেচিত। অনেকেই বলেন, এই গল্পটি রবীন্দ্রনাথের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী কাদম্বরী দেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেকার সম্পর্কের ওপর নির্ভর করে। এই উপন্যাসের গল্পটি, তিনটি কেন্দ্রীয় চরিত্র চারু, অমল ও ভূপতিকে নিয়ে গড়ে উঠেছে। ১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় চিত্রায়ণের খাতিরে মূল গল্পের কাহিনি থেকে ছবির গল্পের কাহিনি কতকটা পরিবর্তন করা হয়েছে।
চলিচ্চিত্রটির কাহিনিতে দেখা যায়, উচ্চবিত্ত এক বাঙালি পরিবারের বড়কর্তা ভূপতি তৎকালীন রাজনৈতিক চিন্তায় মগ্ন ও অনুপ্রাণিত হয়ে নিজ বাড়িতেই ‘সেন্টিনেল’ নামের একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। পত্রিকার কাজে তিনি দিনরাত এক করে খাটেন, সেটি অন্যদিকে তার ব্যস্ততা সদ্য যৌবনে পদার্পণকারী স্ত্রী চারুলতার প্রতি সময় না দেয়ার কারণ হয়ে দাঁড়ায়। স্ত্রী চারুর সময় কাটে নিঃসঙ্গতায়। চারুর ভাই উমাপদ তার স্ত্রী মন্দাকিনীসহ তাদের বাড়িতে এসে উঠলেও তাতে চারুর নিঃসঙ্গতা কাটে না। এইসময় তাদের পরিবারে আগমন ঘটে ভূপতির পিসতুতো ভাই অমলের। চারুলতা আর অমলের দুজনেই আগে থেকে বেশ ঘনিষ্ঠতা ছিল, তবে সেটি বৌঠান- ঠাকুরপোর স্বাভাবিকতায় সীমাবদ্ধ। আস্তে আস্তে সময়ের ব্যবধানে প্রতীয়মান হয় চারুর সাথে অমলের সম্পর্ক তখন আর কেবল বৌঠান-ঠাকুরপোর নয়, এর মধ্যে অন্য দুর্বলতাও রয়েছে। এরপর অমলের বিয়ের প্রস্তাব আসে বর্ধমান থেকে। নিজের প্রতি চারুর দুর্বল হওয়ার ব্যাপারটি আঁচ করতে পেরে অমল সিদ্ধান্ত নেয় দাদার বিশ্বাসের মর্যাদা রাখতে তাঁকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। অপরদিকে চারুর ভাই উমাপদ বিশ্বাসঘাতকতা করে তাঁদের পত্রিকার টাকা চুরি করে সস্ত্রীক বাড়ি থেকে পালিয়ে যায়। এই অবস্থায় ভেঙে পড়ে ভূপতি আর সে অমলকে বাড়ি ছেড়ে না যাওয়ার অনুরোধ জানায়। কিন্তু অমল সে রাতেই দাদার উদ্দেশে একটা ছোট চিঠি রেখে বাড়ি ছেড়ে পালায়। পত্রিকা প্রকাশের ভ্রম কাটলে স্ত্রীর দিকে মনোযোগী হয় ভূপতি। কিন্তু মনের মধ্যে এখনও অমলের প্রতি অনুরাগ কমে না চারুর। ছবির শেষে অমলের চিঠি পেয়ে চারু জানতে পারে অমল বিয়ে করে ফেলছে খুব শীঘ্রই। এ খবর জানার পর কান্নায় ভেঙে পড়ে চারু যা দেখে ফেলে ভূপতি। ভাইয়ের সাথে তার স্ত্রীর সম্পর্ক বড় রকমের অশান্তিতে ফেলে দেয় ভূপতিকে। সেই দিনটিতেই যে চারু আর ভূপতির নীড়টা ভেঙে গেছে সেই রেশ নিয়ে ছবি শেষ হয়।
চলচ্চিত্রটিতে যে বাড়িতে শ্যুটিং হয়, সেটি মূলত মাটি থেকে তিন-চার তলা উঁচু হতে নির্মিত এক তলা একটি সেট যেটি নির্মাণ করেছিলেন বংশী চক্রবর্তী। দোতলার আদল দেখানোর জন্য বাড়ির বারান্দা থেকে কোনো হাই এঙ্গেল শটের ব্যবহার করেননি ছবিটির চিত্রগ্রাহক সুব্রত মিত্র। ওদিকে পান খাওয়ার অভ্যাসের কারণে মাধবী মুখার্জীকে অভিনয়ে নিতে গিয়ে খানিকটা ঝামেলায় পড়তে হয়েছিল সে সময়। পান খাওয়ার বদ অভ্যাসের ফলে দাঁতে প্রায় স্থায়ী দাগ হয়ে যাওয়ায় চিত্রগ্রাহক ডায়লগের সময় আই লেভেলের চেয়ে কিছুটা উঁচু থেকে শট নিয়েছিলেন।
দেশের বাইরে চারুলতা নিয়ে বাহবা পেলেও নিজ দেশে ছবিটির চিত্রনাট্য নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সত্যজিৎ। বেশকিছু চিত্র সমালোচক ছবিটিকে ‘নষ্টনীড়’ এর মূলানুগ না হওয়ায় অভিযোগের আঙুল তোলেন। কিন্তু সত্যজিৎ এসব সমালোচকদের কড়া জবাব দিতে একবিন্দু ভাবেননি। কিশোর কুমারের কণ্ঠে গাওয়া ছবিটির গান ‘আমি চিনিগো চিনি’ আজও দর্শকমনকে শীতল করে।
এই চলচ্চিত্রটি ১৯৬৪ সালে বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং সেখান থেকে সিলভার বেয়ার পুরস্কার পায়। ১৯৬৫ সালে সেরা চলচ্চিত্র হিসাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের গোল্ডেন লোটাস পুরস্কার অর্জন করে এবং ওই একই বছর ১৯৬৫ সালে ওসিআইসি পুরস্কার পায় চলচ্চিত্রটি।
সৌজন্যে: বিভিন্ন মাধ্যমে এই চার কন্যার বিশ্লেষণ
অসাধারণ উপস্থাপনা ৷
সব ক’টি ছবি একাধিকবার দেখা, আবার নতুন করে সব মনে ভেসে আসছে ৷
খুব ভাল লাগলো ৷