Goto’র ভুঁড়ি বেড়ে গেছে
উৎপল সরকার (গোটো), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা
কারা যে তুলিল ফটো
GOTO’র ভুঁড়ি বেড়ে গেছে!
কঠোর Lockdown বেলা, খেয়ে শুয়ে সহজে উঠিল বেড়ে
ভুঁড়ি বেড়ে গেছে !!
থাক তব মেদমাখা ভুঁড়ি
যাই মরে মরমে, মাথা নত করে রব ..
ভুঁড়ি এসে গেছে, জামার বাইরে
Goto’র ভুঁড়ি বেড়ে গেছে।
গগনের নভোনীলে গিন্নির গোপনে ঢালি ঐ, ঢালি ঐ,
Whiskey সোডাতে বাজে ঐ তরঙ্গ
পলাশেরও নেশা মাখি, চেখেছি চাখনা
আমি বেসনের পকড়োতে নুন লঙ্কা মিশি
শ্যামলে স্বপনে, কুহু কুহু যায় শোনা, গিন্নির কুহু তান ..
বৌ খোঁজে কোথায় যে ধাড়ীটা
মাল নিয়ে নিশ্চয় বসে গেছে,
Goto’র ভুঁড়ি বেড়ে গেছে।
পূর্ণিমা রাতে ঐ ছোটাছুটি করি ছাদে
দখিনা পবনে দুলে ভুঁড়ি যদি কমে পাছে!
কেমনে লাগিবে জামার বোতাম*
কেমনে পড়িব পেটখোলা জামা
আবেগে কাঁপিছে আঁখি থর থর
সরমে মরিছে বল কি উপায়?
Goto’র ভুঁড়ি বেড়ে গেছে।
থাক পড়ে জামার ঝুলি লাট খেয়ে কার্বডে
মাথা নত করে রব ..
ভুঁড়ি বেড়ে গেছে !
এই বসন্তের অনেক বছর আগে
আমায় প্রথম দেখেছিলে আমি দাঁড়িয়ে নেটের ধারে
শূন্যে উঠে ঘুরে ওভালের মাঠে ভলিবল কাছে দূরে!
ছিল না ভুঁড়ি, কত ঘোরাঘুরি
ছিল বোতামের জারিজুরি
ভুঁড়ি ছিল শাসনে
এখন মানে না কোনো মানা কত শত Notation এ!
Goto’র ভুঁড়ি বেড়ে গেছে
@ভূত-অদ্ভুত
১৫ই, এপ্রিল’২০
কৃতজ্ঞতা: photographer
ছবি ও লেখার অসাধারণ যুগলবন্দী