দুটি কবিতা
ডঃ দেবজ্যোতি মখোপাধ্যায়, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
অনন্ত সুখ
পিছন পানে না তাকিয়ে তাকাও সমুখ পানে,
আনন্দে মন উঠবে ভরে ঈশ্বরেরই দানে,
মায়ায় বেঁধে নিজেকে আর পাচ্ছ কেন দুখ,
অনুভবে অন্তরেতে খুঁজে পাবে সুখ,
মানব জীবন থাকেনা তো অনন্ত কাল জুড়ে,
মায়ার ছায়া দাও জ্বালিয়ে উধাও হউক পুড়ে,
ভাবছ এ তো কঠিন বড়ই কাটবে কিসে দিন,
অনন্ত সুখ লুকিয়ে আছে মিটবে যবে এই জীবনের ঋণ।
*******
বিদায় বেলায়
মরণের সঙ্গী হয়ে আজ জীবণের উত্তর খুঁজে বেড়াই,
এটাই বোধহয় স্বাভাবিক যে সব কিছু যা নিজের বলে আঁকড়ে ধরার চেষ্টা করেছি
সেটার কোনটাই নিজের নয়,
কিশোর বয়সের স্মৃতি, যৌবনের উচ্ছাস, প্রৌড়ত্বের নিভে নিভে আসা বাতি
জীবণের ঝড়কে আর সামলাতে পারেনা,
এ চলার শুরু আর এ পথের শেষ,
কোনটাই আমাদের হাতে নেই,
নিয়তির অলীখ বিধান, সে তো মানতেই হবে,
তবু বলি বন্ধু,
তোমরা তো চলেছো এতটা পথ এক সাথে!
মনে রেখ অজান্তে আসা বিদায় কালে,
স্মৃতির মালা গলায় দিয়ে বোলো
আমরা আছি, আমরা ছিলাম, ভবিষ্যতেও আবার হবে দেখা !
Add comment