এলোমেলো বেড়ানোর গল্প (ধারাবাহিক, চতুর্থ পর্ব)

এলোমেলো বেড়ানোর গল্প (ধারাবাহিক, চতুর্থ পর্ব) অমিতাভ রায়, ১৯৭৯ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আগের পর্ব পড়তে হলে, লিংক https://sahityika.in/2023/12/22/এলোমেলো-বেড়ানোর-গল্প-ধা-2/   প্রাচীন পাটন ও আধুনিক লেহ্ আগের পর্বে বলেছিলাম অভিশপ্ত তানোট গ্রামের কথা। অভিশাপের ফলাফল দেখার আরও ইচ্ছে থাকলে এবার পাটনে আসুন। কোথায়? পাটোলা শাড়ি নিয়ে হুড়োহুড়ি কাড়াকাড়ি করতে পারেন আর খবর রাখেন না শাড়িটা কোথায় তৈরি হয়! … Continue reading এলোমেলো বেড়ানোর গল্প (ধারাবাহিক, চতুর্থ পর্ব)