Alumni News
Partha Sarkar, 1967
We had a wonderful Reunion on 7 February 2024 for those who entered the college in 1961-62. It was held at the BE College Ex-Students Club in Salt Lake. It was very well arranged by Habu (Shyama Prasad Datta), Shyamal Mitra and others. The lunch was excellent. I was happy to be there, coming all the way from California, where I reside.
******
গেট-টুগেদার “পুরানো সেই দিনের কথা ১৯৬৬-১৯৭১
প্রবীর কুমার রায়, ১৯৭১ ইঞ্জিনিয়ারিং
২১শে জানুয়ারি, ২০২৪ সকাল থেকেই আকাশের মুখ ভার শান্ত শীতল পরিবেশ! বিই কলেজ প্রাঙ্গনের আকাশ বাতাস মুখরিত পঁচাত্তর ঊর্দ্ধ প্রাক্তনী ও তাদের সঙ্গিনীদের নাচে-গানে হাসি-ঠাট্টায় হৈ-হুল্লোড়ে!
একে একে প্রবেশ নব কলেবরে সুসজ্জিত ইনস্টিটিউট হলে! সমবেত কণ্ঠে পুরানো সেই দিনের কথায় শুরু, শ্যামলের বিই কলেজের প্রথম দিনটা, সৌগতর বনলতা সেন vs বনলতা সেন, সুভাষের নির্ঝরের স্বপ্নভঙ্গ, প্রদীপের বিই কলেজের দিনগুলি, প্রবীরের জামাইকা ফেয়ারওযেল কিম্বা ইয়াহু, প্রবীর – সাগরিকার দ্বৈত কণ্ঠে গাতা রহে মেরা দিল, সাগরিকার ও পলাস ও শিমুল, অসীমের ধিতাং ধিতাং বোলে, অসীম-তিস্তার আয় খুকু আয়, সুপ্তির সুরেলা সুরে -কা তব কান্তা, উপস্থিত সকল বন্ধু বান্ধবীদের নাচের তালে কলরব-কোলাহলে একটি অনিন্দ্য সুন্দর অবিস্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা!
চপ-সিঙারা-জিলিপি সমাহারে সকালের জল খাবার আর মধ্যাহ্নভোজের ডুয়েল ‘পোস্ত বাটার’ সঙ্গে ‘মাটনের’, সঙ্গে আরো কত কি? আর শেষ পাতে শিব্রাম বাবুর প্রিয় আর আমাদের সকলের প্রিয় ‘নলেন গুরের রাবরী’!
এরপর ক্যান্টিনের সামনে এবং কলেজের ফার্স্ট লবির সামনে বেশ কয়েকটি গ্রুপ ফটো সেশন! শেষের দেড় – দু ঘন্টা টোটো চেপে আর গাড়ি করে কলেজ ভ্রমণ সঙ্গে শ্যামল দাসের ধারা বিবরণী আমাদের অনুষ্ঠানকে অন্য একটা মাত্রায় নিয়ে গেল!
দেখে ভালো লাগলো আমাদের সকল বান্ধবীদের উৎসাহ এবং উদ্দীপনা! যারা অনুষ্ঠান শেষে জানিয়ে গেল গেটটুগেদারের সংখ্যা বৃদ্ধির আব্দার!!!
সেদিনের ম্যান অফ দ্য ম্যাচ “দলগত সংহতি”!!!
*ইন্দ্রজিৎ কর্মকার*
******
‘চিরনবীন বিক্কলেজ ৬৬-৭১ সিভিল’ সহপাঠীদের মিলনী উৎসব ১৯-২০ জানুয়ারি ২০২৪ কোলকাতার নিউটাউনের একোয়াটিকা ওয়াটার পার্ক এবং রিসর্টে অনুষ্ঠিত হওয়ার ওপর একটি প্রতিবেদন
প্রতিবেদক : প্রণব কুমার মজুমদার
গত ১৯ এবং ২০ জানুয়ারি ২০২৪, শুক্রবার এবং শনিবার, কোলকাতার নিউটাউনের একোয়াটিকা ওয়াটার পার্ক এবং রিসর্টে আমাদের ৬৬-৭১ সিভিল ব্যাচের চিরনবীন কিছু সহপাঠীরা এবং কয়েকজনের সহধর্মিনীরা একত্রিত হয়ে পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমে প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত করলাম।
উদ্যোক্তাদের, অর্থাৎ সুজিৎ দাস এবং বিশ্বজিৎ সেনগুপ্ত-দের তরফ থেকে ১৯ তারিখ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সবাইকে হাজির হতে বলা হয়েছিলো। রিসর্টের আমন্ত্রণী চা-বিস্কুটের সঙ্গে যথারীতি ফুসুর ফুসুর গুজুর গুজুর, অর্থাৎ কি- কেন-কেমন-কোথায়-কবে ইত্যাদি প্রশ্নোত্তর পর্ব। এভাবেই সময় অতিবাহিত হয়ে কোথা দিয়ে যে ঘড়ি একটা বাজিয়ে দিলো সেটা টেরই পাওয়া গেলো না।
আমাদের দ্বিপ্রাহরিক আহারের খাদ্যবস্তুর তালিকাটাঃ আচার, লেবু, লঙ্কা, গ্রীন স্যালাড, আলু চানা চাট, ভেজ হট এন্ড সাওয়ার স্যুপ, গ্রীন পিইজ পুলাও, বাটার নান, তন্দুরি রোটি, ইয়েলো ডাল তড়কা, কাশ্মীরী আলু দম, মিক্সড ভেজিটেবল্ গার্ডেন সারপ্রাইজ, ফিস কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, হট গুলাব জামুন, আইস ক্রীম।
যদিও বিশ্রামের পরে পৌনে চারটে নাগাদ লাউঞ্জে জমায়েত হওয়ার অনুরোধ জানানো হয়েছিলো। এই অধ্যায়টা নির্দিষ্ট ছিলো রাত ন’টা পর্যন্ত একত্রিত আড্ডা এবং গান-আবৃত্তি-নাচ ইত্যাদি বিষয়ে মগ্ন থাকা রাত্রিকালীন আহারের আগে পর্যন্ত। শুরুতে আমাদের যে সবপাঠীরা ইহলোকের মায়া ত্যাগ করেছে তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তারপর আড্ডা চললো পাক্কা রাত ন’টা পর্যন্ত। মাঝে খানিক চা পানের বিরতির পর জনসংখ্যা উনত্রিশ জনে এসে পৌঁছয় যারা রিসর্টে রাতের খাওয়া খেয়ে রাত্রিবাস করে।
রাতের মেনুঃ ভেজ মানচাও স্যুপ উইথ ক্রিসপি নুডলস্, কিমচি স্যালাড, চাইনিজ চেকপী স্যালাড, প্রন পাঁপড়, চাইনীজ ভেজিটেবল্ ফ্রাইড রাইস, বার্নেট গার্লিক শেজুয়ান নুডলস্, চিকেন ইন হট গার্লিক সস্, কটেজ চীজ ইন সয়া চিলি সস্, বেকড্ গুড়ের রসগোল্লা।
রাত দশটায় রাত্রিকালীন আহার শেষ হওয়ার পর আবারও সঙ্গীত-আবৃত্তি-নৃত্যের অধ্যায়, শেষ হলো রাত বারোটা নাগাদ। বিশেষ বিশেষ খবরগুলো হলো…’ ভঙ্গিমায় অন্ততপক্ষে আমার কাছে যেগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে সেগুলো আউড়ে যাচ্ছি। সমবেত সঙ্গীত এবং শর্মিলা-শ্বেতার-উভয় প্রণব-সৌমেন রায়বেরা-দের গান আর সৌমেন রায়বেরা-স্বপ্নাদের আবৃত্তি ছাড়াও এবারের এই উৎসবে স্বতঃস্ফূর্ত প্রকাশ বীরেশের গান আর তাপস-সুস্মিতা-পলাদের আবৃত্তি। গান-আবৃত্তির প্রাবল্য একটু ক্ষীণ হতেই শুরু হলো স্বর্ণপূর্ণাকে মহিলাদের প্রায় ধমকানি দেওয়া অনুরোধ – সালসা নাচতে হবে। অনেকটা বাধ্য হয়েই নাচ শুরু করলো স্বর্ণপূর্ণা। স্বর্ণপূর্ণার এই প্রস্তাব দেওয়ার আগেই হঠাৎ দেখি তাপসী আর শ্বেতা মিলে স্বর্ণপূর্ণার নাচের পাশেই গেয়ে গেয়ে নাচতে শুরু করেছে – ‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া…।’ ঘরে গিয়ে অবশ্য জানতে পেরেছিলাম যে স্বর্ণপূর্ণাকে প্রায় জোর করে নাচের আঙ্গিনায় নামানোর পরিকল্পনাটা তাপসী আর শ্বেতার।
পরদিন সকালে সাড়ে আটটা নাগাদ দেখলাম রিসর্টের চৌহদ্দির মধ্যে আমাদের কয়েকজন পদচারণা করছে। তারপর ভরে উঠলো দোতলায় রেস্টুরেন্টের ঘরটা। ছিল ফলের রস (বোধহয় কমলা বা আনারসের), তরমুজ-খরবুজ-পেঁপে, মাখন/জ্যাম সহ পাউরুটি, তরকারি সহ কচুরী, সম্বর-চাটনি সহ ইডলি, ডিম সেদ্ধ/অমলেট, মিষ্টি, চা/কফি।
দশটার পর থেকেই একজন দু’জন করে বিরহের ব্যাথা বুকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বিশ্বজিতের তো ‘যাবোই না, আরও আড্ডা দেবো’ এরকম একটা ভাব। শেষ পর্যন্ত আমি, বিশ্বজিত আর সুজিৎ প্রায় সাড়ে এগারোটা নাগাদ আমাদের শ্রীমতীদের সঙ্গে একোয়াটিকা ওয়াটার পার্কের মায়া কাটিয়ে রওনা হলাম যে যার বাড়ির পথে।
কিন্তু শেষ হইয়াও হয় না যে শেষ। ২১শে জানুয়ারি সুজিৎ-এর পোস্ট থেকে জানা গেলো যে সৌমেন রায়বেরা তার ব্লেজার আর পবিত্র তার ক্যামেরা রিসর্টের ঘরে ফেলে এসেছে। সুজিৎ উদ্ধারকর্তার রূপে অবতীর্ণ হয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ব্লেজার আর ক্যামেরা ফিরিয়ে আনে।
একোয়াটিকা ওয়াটার পার্ক এর জলের মত স্বচ্ছ থাকুক আমাদের অন্তরাত্মা আর আমাদের সম্পর্ক, যাতে ঐ জলের মতোই একদিকে যেমন প্রতিফলিত হবে আমাদের কর্মকাণ্ডের উচ্ছলতা তেমনি গভীরে ধরা পড়বে আমাদের মনের, আমাদের ভাবনার গভীরতা।
বিদায় বন্ধুরা। আবার দেখা হবে
*******
A sweet and fantastic outing on 23rd January 2024 in Eastern Metropolitan Club.
Shyam Adhikary, 1973 Metallurgical Engineering
Presence of Ranjitda , Chabi boudi, Ajitda and Boudi (Smt Chitra Seal) made the gathering very nostalgic. Participation of Millie and Julie (daughters of revered Prof Arun Kumar Seal) and Rupa (Ranjitda’s daughter) and her young cute daughter was the icing on the cake and added a beautiful flavour to the meet.
The get together provided an unique event; reunion with our friend Debi Mitra after almost 5 decades. It was wonderful to meet him in person. Some of our friends also met Rohini, better half of Shyama, after a very long time. That was also a very nice experience. Shyama was in his elements sharing a couple of interesting anecdotes in his usual manner. Tanuka and Nupur were in their bubbly and jovial selves. Their husbands, Aurobindo and Tapan, were involved in the meticulous planning of the delicious lunch and making everyone feel comfortable. Me (Debasis) and my wife Swarupa thoroughly enjoyed the interaction with our Guru’s and Guru Patni’s as well as the company of our dear friends and the ambience created by their better halves.
However, we felt the absence of one of most energetic and lovable friend Kalyan Bardhan, who left all of us a month ago 26.12.23). Kalyan never missed any meet of our batch mates however busy he may have been. Today we missed his witty and charming presence. May God grant his soul peace and tranquility.
Later in the afternoon, after the lunch, we (Tapan, Aurobindo and me along with Nupur, Tanuka and Swarupa) went to Kalyan’s house and met his wife, Sharmila and son Kaustab and spent some solemn moments with them.
It was after all a day of ‘Remembrance’.
*******
The batch of 1998 celebrating their 25th year in 2023.
*******
The batch of 1999 celebrating their 25th year in 2023.
*******
Obituary:
Our friend and batchmate Sisir Das. 1967 Civil breathed his last today (15.02.2024) at 10.40 am at his North Kolkata residence. Sisir, very popular and active among his friends, was suffering from Alzheimer’s last seven years and was confined to bed since 2021. He did his HS from Scottish church Collegiate School. Did Masters in UK and worked professionally there till moving to Nigeria in 1977. He returned to India in 1989 and started his engineering consulting firm with some of his BEC friends. He had benevolent activities and supported under privileged children for their education and well being. Very loving and amicable Sisir left behind his wife Mita, two daughters, grandchildren and a host of friends. We pray for his soul to rest in peace. BEC batchmates of Sisir Das.
********
Kaushik Chatterjee (1991-Civil Engineering) July 23, 1968 – January 24, 2024
Compiled by Subir Hazra, Batchmate of 1991, Mining Engineering
With heavy hearts, let me convey the passing of our much-loved fellow alumnus, Kaushik Chatterjee, who departed this world on January 24, 2024, in Gurugram, Haryana. He was 55 years old.
A graduate of the 1991 Batch of BE College, Shibpur, Kaushik’s journey as a civil engineer was emblematic of the values instilled in him during his time at our alma mater. In his 31 years of service at the Nuclear Power Corporation of India Ltd. (NPCIL), he led the development of several key nuclear power projects in the country, such as those in Kaiga (Karnataka), Kakrapara (Gujarat), where he was the reactor building expert, and most recently in Gorakhpur, Haryana, where he was posted as Chief Engineer. His dedication, expertise, and unwavering commitment to excellence brought honor to our institution. Beyond his professional achievements, Kaushik was a cherished member of our alumni community. His legacy of hard work, humility, and kindness will be remembered by all who had the privilege of knowing him.
Kaushik is survived by his wife, Mrs. Arpita, and daughters, Debanjali and Diksha. His family was his anchor, and his love for them knew no bounds. Our thoughts and prayers have been with them during this difficult time.
Loved all the write ups about Annual Get togethers reported here. Ours, 66-71, batch get together, held in the College Campus this year, was however a bit special, or so many of us thought, bringing back memories of those beautiful days many moons back