কয়েকটি কবিতা
শ্যামল দাস, ১৯৭১ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
বেলাভূমির বালিয়ারি :
মন্দারমনি
এসে ছিলেম হেথায় আমি
কয়েক দশক আগে
বালিয়ারিরা শুয়ে ছিল
সাগরবেলা জুড়ে ৷
কেউ বা ছিল বুক চিতিয়ে
কেউ বা মাথা তুলে
কেউবা মাথা নত করে
কেউবা হাঁটু মুড়ে ৷
কেয়া গাছের সবুজে ঢাকা
বালিয়ারির দল
সকাল বেলার আলোয় তারা
করত যে ঝলমল ৷
খেজুর গাছের ঋজু দেহ
প্রহরী সম সেথা
দাঁড়িয়ে তারা ছিল শতেক
বলতো তাদের কথা ৷
মাঝেমাঝে ঝাউয়ের বন
উঠতো মাথা তুলে
দুলতো তারা সবাই মিলে
হাওয়ার তালে তালে ৷
অনেক কাল এমনি করে
কাটছিল তো বেশ
সাগরবেলার বালিয়ারি আর
নিটোল পরিবেশ ৷
যেই না মানুষ স্বাদ পেয়ে যায়
স্বর্গের এই দেশ
এগিয়ে এলো সদলবলে
করল সকল শেষ ৷
বালিয়ারিরা রাখলো দেহ,
সবুজের রইল না তো রেশ
গজিয়ে ওঠা হোটেল শতেক
ঘুচায় পরিবেশ ৷
সাগরবেলা আজও আছে
বিশাল যেমন ছিলো
ঢেউগুলো সব পায়ে পায়ে
এগিয়ে আসে আজো ৷
হারিয়ে গেছে সবুজ রঙের
মনের মাঝের ছবি
কেয়ার ঝোপে ঢাকা নিটোল
শতেক বালিয়ারি ৷৷
15 June 2023
*******
খাওয়া রকমারি
আদরটা খায় শিশু হাত দুটি বাড়িয়ে
পুলিশেতে ঘুষ খায় চোখ দুটো রাঙিয়ে ৷
লজ্জার মাথা খাওয়া কত লোক আছে যে
সাপে ব্যাঙে চুমু খায় কত লোক সমাজে ৷
আফিমের গুলি খেত কত লোক আমেজে
হুকো খেত ফুকেফুকে ধোঁয়া ছেড়ে মজাতে ৷
থতমত খায় লোকে ধরা যেই পড়ে সে
ধাক্কাটা খায় লোকে ভিড় ভরা বাসেতে ৷
পুলিশের গুলি খেয়ে কত লোক মরে যে
বোকা লোক গালি খায় অন্যের দোষেতে ৷
কাটমানি খায় বাবু যারা আছে চেয়ারে
সাক্ষীরা খাবি খায় উকিলের জেরাতে ৷
সিগারেট খাওয়াটাকে কেন খাওয়া বলে যে
ফুটবলে গোল হলে কি করে তা খায় সে ৷
বোকা লোকে গ্যাস খায় চালাকের কথাতে
হোচোটটা খায় পথে যেই ঢোকে বিপথে ৷
লাঠিটার বাড়ি খেত ছাত্রেরা স্কুলেতে
হাওয়া খেতে যায় লোকে ময়দান মাঠেতে ৷
চুমুটারে খাওয়া কেন বল দেখি আমারে
বিষম টা খায় কেন খেতে বসে আহারে ৷
ওষুধটা খেতে হয় জ্বরজারি অসুখে
বকুনিটা হয় খেতে বাপ মার নিকটে ৷
কশমটা খায় লোকে বিশ্বাস আনতে
লজ্জার মাথা খায় বিশ্বাস ভাঙ্গতে ৷
বৌ বলে মাথা খাও অন্যতে মোজোনা
ফুলে ফুলে মধু খাওয়া একদম ভাল না ৷
14 June 2023
******
কবিমন
লিখতে বসেছো কবি ?
কার দিকে চেয়ে
আকাশের চাঁদ,
তারাদের মেলা দূরে ?
অথবা প্রেমিকার মুখ
তার আনত চাওয়া
মিষ্টি গলার সুরে ৷
অথবা ফেলে আসা দিন
যা ছিল রঙিন
পুরাতন বেড়াজালে ৷
ভাব তুমি তবে বসে আছ আজ
নদী মেঠোপথ পাশে
বনানীর পদতলে ৷
অথবা পাখির
সন্ধ্যার ভাষ
যখন সে ফেরে নীড়ে ৷
অথবা, হারানো মানুষ
আজো যারা আসে
তোমার মনেতে ঘিরে ৷
কিছু যদি তবু নাই ধরা দেয়
অনেক কিছুর পরে,
অন্য কবির অন্তরে ঢোকো,
দেখ কারা সেথা নড়েচড়ে ৷৷
16 June 2023
Add comment