ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্মরণে
দীপক সেন, ১৯৬৮ স্থাপত্য বিভাগ
শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাল্য কালে, একবার মাঠের আল দিয়ে যাওয়ার সময় হটাৎ ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়, আর সেই সময় সাদা বকের একপাল আকাশে পাখা মেলে উড়ে যেতে দেখে, সেই প্রাকৃতিক দৃশ্য ওনাকে বিহ্বল করে দেয়। উনি ভাবসমাধিতে ডুবে যান। কোনো একসময়, যখন ওনার এগারো বছর বয়েস, তখন প্রথম জ্যোতিদর্শন করে সমাধিস্থ হয়ে চেতনা হারান।
জীবনের অনেক অনেক গল্পের মধ্যে ওনার জাহাজের মাস্তুল, হারিয়ে যাওয়া পাখির ফিরে ফিরে আবার মাস্তুলে ফিরে আসা, কথামৃতে লেখা গল্পগুলো সাধারণ মানুষকে প্রকৃতির বিশালতা ও সৌন্দর্যের কথা মনে করিয়ে দেয় ।
আমার নিজের অনুভবের আলোয় সেই ছবিগুলো আঁকার চেষ্টা করলাম।
প্রকৃতি কোনো না কোনো সময়, মানুষকে ভাবের আবেশে ভাসিয়ে নিয়ে যায়, আর চেতনার জগতে প্রবেশ করার সুযোগ দেয়।
আমাদের সূক্ষ্ম অনুভূতি এই মুহূর্তে প্রকৃতির সাথে আপন করে তুলতে সাহায্য করে আর আমরাও সেই সুযোগ পেয়ে ধন্য হয়ে যাই।
My tributes to Thakur Ramakrishna. And thanks to the artist.
A nice tribute for the great soul.
সুন্দর স্কেচ, সুন্দর লেখা