এলোমেলো বেড়ানোর গল্প (ধারাবাহিক, দ্বিতীয় পর্ব)

এলোমেলো বেড়ানোর গল্প (ধারাবাহিক, দ্বিতীয় পর্ব) অমিতাভ রায়, ১৯৭৯ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আগের পর্বের সারাংশ ভানগড়। আলওয়ারের নাম নিশ্চয়ই শুনেছেন। দিল্লি থেকে গুরগাঁও হয়ে জয়পুরের রাস্তায় মানে আট নম্বর জাতীয় সড়ক ছেড়ে রাজ্য সড়ক অর্থাৎ এসএইচ ধরুন। দিল্লি থেকে দারুহেরার দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার। দারুহেরা থেকে বাঁদিকের পঁচিশ নম্বর রাজ্যসড়ক ধরে আশি-পঁচাশি কিলোমিটার পথ পেরিয়ে এলেই … Continue reading এলোমেলো বেড়ানোর গল্প (ধারাবাহিক, দ্বিতীয় পর্ব)