পরিণত মানসিকতা
দীপক চক্রবর্তী, ১৯৭৬ সিভিল ইঞ্জিনিয়ারিং
আমি পিছনে ফেলে আসা বছরগুলো গুনলাম,
দেখলাম,
আমার ফেলে আসা দিনগুলো,
আমার আগামী দিনগুলোর থেকে
অনেক অনেক বেশী।
আমার সেই ছোট ছেলেটির কথা মনে পড়ে,
যাকে অনেক চকোলেট দেওয়া হয়েছিল।
প্রথমে তো সে মুঠোয় ভরে খাচ্ছিল,
কিন্তু যখন সে বুঝল যে চকোলেটগুলো ক্রমশঃ সংখ্যায় কমে আসছে
তখন সে চকোলেটগুলো ধীরে ধীরে, বেশ আয়েশ করে খেতে থাকল।
ভালোমন্দের বিচার করার সময় আমার এখন আর নেই।
আমি সভা, সমিতি, সাক্ষাৎকারও এখন এড়িয়ে চলি,
যেখানে উদগ্র অহঙ্কার নিজেকে প্রমাণ করার জন্য সচেষ্ট।
সেইসব অহঙ্কারী মানুষেরা,
যাঁরা নিজেদের ক্ষুদ্র স্বার্থের বিনিময়ে অন্যকে ছোট করে,
তাঁদেরকে আমি এখন এড়িয়ে চলি।
আমার কাছে এখন অহেতুক তর্ক করার সময় নেই
বা
অযথা অন্যের জীবন নিয়ে কাঁটাছেঁড়া করার।
যাঁরা তাঁদের বয়সের অনুপাতে এখনও অপরিণত
সেই সমস্ত মানুষদের বোঝানোর সময়
আমার কাছে এখন আর নেই।
আমি তাঁদেরও সম্মুখীন হতে চাই না
যাঁরা নিরলসভাবে ক্ষমতার মসনদে বসে থাকার চেষ্টা করে যাচ্ছে।
বা তাঁদের, যাঁরা মলাট দেখেই বইয়ের বিচার করে।
মলাট দেখে বইয়ের বিচার করার সময় আমার হাতে এখন আর নেই,
আমি তার ঘ্রাণ পেতে চাই।
আমার ফেলে রাখা কাজগুলো খুবই দ্রুত সেরে নিতে হবে,
আমার চকোলেটের সংখ্যা যে ক্রমশই কমে আসছে।
আমি এখন তাঁদের সাথে থাকতে চাই
যাঁদের মনুষ্যত্ব এখনও জীবিত,
যাঁরা এখনও নিজেদের ভুলগুলো অট্টহাসির সাথে উড়িয়ে দেয়।
আর যাঁরা অহঙ্কারী,
যাঁরা মানূষকে ঠকিয়ে জীবনের সর্বক্ষেত্রে বিজয়ী হতে চায়।
নিজেদের কেউকেটা মনে করে।
তাঁদের থেকে দূরে।
আমার চারপাশের আনন্দের মধ্যেই আমি এখন নিজেকে খুঁজে পাই।
সময় শেষ হয়ে আসছে,
পরিণত মানসিকতায় বাকী দিনগুলো
আমি তীব্রভাবে বেঁচে থাকতে চাই।
আমার বাকী চকোলেটগুলোর আস্বাদ আমি ধীরেসুস্থে নিতে চাই।
এখনও অবধি যত চকোলেট খেয়েছি,
বাকীগুলো হয়ত তারও চেয়ে ভালো হবে।
আমি এখন শান্তিতে আমার প্রিয়জনেদের সাথে থাকতে চাই।
কনফুসিয়াস বলেছিলেন
আমাদের দুইটি জীবন।
দ্বিতীয়টি শুরু হয় তখনই, যখন আমরা বুঝতে পারি
জীবন আসলে আমাদের একটাই।
নভেম্বর ২০২৩
*******
The Valuable Time of Maturity
– Mário de Andrade
I counted my years
and realized that
I have less time to live by,
than I have lived so far.
I have more past than future.
I feel like that boy who got a bowl of cherries.
At first, he gobbled them,
but when he realized there were only few left,
he began to taste them intensely.
I no longer have time to deal with mediocrity.
I do not want to be in meetings where flamed egos parade.
I am bothered by the envious,
who seek to discredit the most able,
to usurp their places, coveting their seats,
talent, achievements and luck.
I do not have time for endless conversations,
useless to discuss about the lives of others
who are not part of mine.
I no longer have the time to manage
sensitivities of people who despite their chronological age, are immature.
I hate to confront those that struggle for power,
those that ‘do not debate content, just the labels’.
My time has become scarce to debate labels,
I want the essence.
My soul is in a hurry …
Not many cherries in my bowl,
I want to live close to human people, very human,
who laugh of their own stumbles,
and away from those turned smug
and overconfident with their triumphs,
away from those filled with self-importance.
The essential is what makes life worthwhile.
And for me, the essentials are enough!
Yes, I’m in a hurry.
I’m in a hurry to live with the intensity that only maturity can give.
I do not intend to waste any of the remaining cherries.
I am sure they will be exquisite, much more than those eaten so far.
My goal is to reach the end satisfied
and at peace with my loved ones and my conscience.
And per Confucius “We have two lives
and the second begins when you realize you only have one.”
Saturday, August 27, 2016
Excellent Dipak
খুব ভালো অনুবাদ হয়েছে দাদা ! বোঝাই যাচ্ছে , তুমি কবিতার মূল সুরটি হৃদয়ঙ্গম করে ভাবানুবাদ করেছো ! সার্থক অনুবাদ সাহিত্য তাই দাবি করে !! অনেক ধন্যবাদ ও অভিনন্দন – এমন অসাধারণ বিষয়বস্তু নিয়ে লেখার জন্য – যেটা আমাদের বয়সীদের অনুভব করা আরো জরুরি !!