সাহিত্যিকা

তিনটি কবিতা

তিনটি কবিতা
ডঃ দেবজ্যোতি মুখোপাধ্যায়, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

স্বপ্নভরা বর্ষ

বছরটা কাটলো কত হুল্লোড়ে তে
এর পর সব যে গেলো মিটে,
আসছে বছর কাটবে এবার কোন সুরে তে
কেউ কী বলবে আমায় বটে,
বছরটা কাটলো কত!

রোজ রোজ আবার শুরু
পুরনো সেই গৎ বাঁধা ছক,
তৈরী হয়ে বেরিয়ে পড়
করতে তোমার অফিসে নক্ ,
বছরটা কাটলো কত!

মন যে আর মন মানে না
শেকল বাঁধা বাসা,
রঙীন কত উড়ছে স্বপন
স্প্ন ঘেরা আশা,
বছরটা কাটলো কত!

স্বপ্ন দেখে গেলো যে মাস
আর বছর গেলো চলে,
হারিয়ে গেলো কত কিছু
না জানিয়ে ব’লে,
বছরটা কাটলো কত!

তোমার আমার স্বপ্ন দেখা
যদি মিথ্যেও হয়ে যায়,
মেনে নেব এই ভেবে মন
মজে ছিলো রঙ্গীন বাসনায়,
বছরটা কাটলো কত!

৩১শে অক্টোবর ২০২৩

**********

প্রেম একবারও আসেনি তো নীরবে!

পার্কের ঐ গাছটার তলায়
অনেক দিন দাঁড়িয়ে থেকেছি,
কিন্তু তুমি আসনি,
বৃষ্টি ঝরা গড়ের মাঠে –
সেদিনও ভিজেছিলেম একা,
ট্রামের সেকেন্ড ক্লাস এ
ফাঁকা সীটে বসে অপেক্ষায় কেটে গেছে দিন,
তুমি এসে বসোনি তো পাসে,
কলেজের দিন গুলো তে
আমার ক্রীকেটের হাফ সেন্চুরী
দেখেও পাঠাও নি কোন চিঠি
দেখা করতে চেয়ে,
তবে কী ঐ গান টা সত্যি নয়,
প্রেম কী একবার ও আসবেনা নীরবে?
তবে প্রেম তুমি এসো সগৌরবে
আর আমি অপেক্ষা করে থাকব
ঘোষণা করতে যে –
প্রেম এসেছে আজ
ভুলি ভয় লাজ
জীবণের জয় গানে,
তুমি আর আমি শুনবো শোনাবো
হ্রদয়ের কানে কানে ॥

থানে, ২রা অক্টোবর ২০২৩

**********

নতুন সুরে

আকাশ জুড়ে নতুন সুরে
ফেরারী আজ মন,
পুরনো সব করে বিদায়
চল ঘুরে আসি পেতে আপন জন,
সারা রাত চাঁদের জোছনায়
তারায় তারায় সেজেছে যে আকাশ,
দুহাত দিয়ে ডানা মেলে ধর
উড়তে হবে রঙ্গীন এ বাতাস।

৩ রা সেপ্টেম্বর ২০২৩

Sahityika Admin

Add comment