সাহিত্যিকা

চরকাবুড়ির দেশে

চরকাবুড়ির দেশে
অমিত মুখোপাধ্যায়, ১৯৮২ মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং

চাঁদের মাটিতে পা দিয়েই
তোমার সঙ্গে দেখা হলো।
কথা বলবো কি বলবো না ভাবতে ভাবতেই
ফিক করে হেসে ফেলি দুজনেই।
কালো আঁধারীর মহাকাশে দূরের নীলচে পৃথিবীটায়
আমরা তো মুখ ফিরিয়েই থেকেছি এতদিন।
আমি লাল, তুমি গেরুয়া
আমি ইলিশ, তুমি চিংড়ি
আমি কাশী, তুমি মদিনা
আমি রাশিয়া, তুমি ইউক্রেন।
এক একটা বসন্তদিনের কবিতা ,
এক একটা বর্ষারাতের গানকে
মিথ্যে করে আমরা হেঁটে গেছি বিপরীত দুই মেরুতে।।

আজ বহুদূর পাড়ি দিয়ে
চরকাবুড়ির দেশে এসে
সেসব জীবনের কথা ভুল স্বপ্ন মনে হল।
ল্যান্ডারটা হাত নাড়তে নাড়তে বিদায় নিতেই
এই হাওয়াহীন জীবনে পা দিয়ে
সেই তোমার সঙ্গেই দেখা হলো!

তোমার বাড়ানো হাতে হাত রেখে
চলো, তবে জল খুঁজি।
জীবনের জন্য জল বড় প্রয়োজন।

Sahityika Admin

1 comment

  • সূচীপত্র December 2023 (সাহিত্যিকা ৩১ সংখ্যা) – সাহিত্যিকা says:

    […] ১৯৮০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চরকাবুড়ির দেশে অমিত মুখোপাধ্যায়, ১৯৮২ […]