সাহিত্যিকা

Few Nostalgia Photos (1965 Gym Competition & Others)

Few Nostalgia Photos (1965 Gym Competition & Others)

The cover photo is the Football Team, 2014
Runners Up, The ISM Dhanbad Tournament

*************

1965 Mr. B.E. College Competition
Amal is at front row, at the center. He was known as Byayambeer
Our Coach Dulal Dutta Sir (Mr. Asia) is in the 2nd row, behind Amal
Source : Ajay Debnath, 1970 Electrical Engineering

ছবিটা ১৯৬৫ সালের জিমের কম্পিটিশন হয়ে যাবার পর তোলা।
এই একটা ছবিতেই এক নিমেষে মনটা স্মৃতির সরণি বেয়ে ৫৭ বছর পিছিয়ে গেল। বি ই কলেজের ফেবু পেজের পুরোন ছবি দেখতে দেখতে ২০১৪ সালের ৪ঠা ডিসেম্বরের হঠাৎ পালিত দা’র (অসিত পালিত ১৯৬৩ সিভিল, ভজা’দা) পোষ্ট করা ছবির ঝলকানিতে আমার চিত্ত ঝলমল করে উঠলো। কলেজে ওভালের মাঠে লম্ফঝম্প করার অনেক ছবি আমায় কমল শিমলাই (১৯৭৩ মেকানিক্যাল) তুলে দিয়েছিলো কিন্তু জিমের ভেতরে কসরৎ করার কোন ছবি আমার কাছে ছিলো না। ২০১৪ সালে আমি এই ফেবুতে জয়েন করিনি তাই তখন এটা দেখতে পাইনি; হঠাৎ এতদিন পরে এই ছবিটা এত সামনে চলে এল কি করে জানিনা।
***** হয়ত অসীমের কোন কারসাজি হলেও হতে পারে।

অমল’দা (অমল দে) মিঃ বি ই কলেজ হয়েছিলেন। আমরা ১৯৬৫ তে ফার্স্ট ইয়ার; নেহাৎই কচিকাঁচা। তবুও আমি সবাইকে টপকে মিঃ স্যামসন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলাম আর আমার গ্ৰুপে মিঃ বি ই কলেজ রানার্স আপ হয়েছিলাম। এসব কথা বলার কোন দরকার ছিলো না কিন্তু নস্টালজিক হয়ে পড়লাম তাই মনের ভেতর থেকে বেরিয়ে এলো।

ছবির প্রথম সারির মাঝখানে অমল’দা (চোখে চশমা), ডানদিকে (ছবির বাঁদিকে) বরুন মজুমদার (আমার সহপাঠী ও কঠিন প্রতিদ্বন্দ্বী), তারপর ডানদিকে আমি (অজয় দেবনাথ, চোখে চশমা), সুমিত’দা (মজুমদার, ‘হাত’ নামে বিখ্যাত ছিলেন)। অমলদা’র বাঁ দিকে অশোক দা (বা ডাকাত মুখার্জী),তার বাঁদিকে ভগা’দা (শরদিন্দু ভট্টাচার্য, পরের তিন বছর জিমে রাজত্ব করেছে), ভগাদার পেছনে দাঁড়িয়ে সমীর’দা। বরুণের ঠিক পেছনে রঙচঙে জামা গায়ে নীলাদ্রি পালিত (৬২-৬৭)। ফ্রেঞ্চ কাট দাড়ি ছিল। ওর গায়ে রংচঙে বুশ শার্ট থাকতো , ফ্রেঞ্চ কাট দাড়ি ছিলো, চশমা পরত, জিমে যেতো। অমল’দার ঠিক পেছনে আমাদের তখনকার প্রক্টর ডঃ এস সি চক্রবর্তী। প্রক্টরের বাঁদিকে মিঃ এশিয়া দুলাল দত্ত (আমাদের কোচ) আর ডানদিকে অসিত পালিত’দা (যদি আমার ভুল না হয়)। আর কারোকে চিনতে পারছিনা। যদি আমাদের সমসাময়িক বৃদ্ধদের মধ্যে কেউ অন্যদের চেনাতে পারে তো বেশ ভাল লাগবে। আসল কথাটা হলো যে আমি এত যুগ পরে এতজনকে চিনতে পারলাম, সেকারণে ভীষণ ভালো লাগছিল। তাই পুরোন কাসুন্দি ঘাঁটলাম।

**************

Inter College Cricket Champion, 1985

***********

Notice for the annual Athletic Club Sports, 1973

Notice for the annual Aquatic Sports, 1973

Sahityika Admin

Add comment