সাহিত্যিকা

সম্পাদকীয়

সম্পাদকীয়

সাহিত্যিকার ২৮তম সংখ্যা দ্বিতীয় সংস্করণ (August 2023) প্রকাশিত হলো। জুলাই মাসের বিশেষ সংখ্যা প্রকাশের পরে আরও কয়েকজন উৎসাহী আমাদের লেখা পাঠিয়েছেন। সুতরাং আমরা আবার আলাদাভাবে একটি সংখ্যা প্রকাশ না করে, একসাথে স্পোর্টস অমনিবাস তুলে ধরলাম।
আমাদের অনেকদিনের ইচ্ছের ফসল এই অমনিবাস, শুধুই খেলাধূলা নিয়ে একটি বিশেষ সংখ্যা, এবং আমাদের কলেজের খেলাধূলার গৌরবময় ইতিহাস তুলে ধরা। দীর্ঘদিনের, প্রায় এক বছরের চেষ্টায় আমরা কিছুটা সাফল্য পেলাম, যদিও আমরা আরও ভালো আশা করেছিলাম। বিই কলেজ, বেসু বা আইআইইএসটি কতৃপক্ষ আজ পর্যন্ত এরকম কোন উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। শুধুমাত্র খেলাধূলার বিষয় নিয়ে সাহিত্যিকার প্রকাশ আমাদের একটা এক্সপেরিমেন্ট।

কাজটি মোটেই সহজ ছিলো না। সমস্যা ছিলো প্রামাণ্য তথ্য আর লেখা পাওয়া। কলেজ থেকে কোনরকম তথ্য সহযোগীতা পাওয়া যায় নি। বিভিন্নভাবে লেখা, ফটো আর তথ্য দিয়ে যারা আমাদের উৎসাহ দিয়েছেন
১৯৬৩ ব্যাচের জয়ন্ত মজুমদার, পার্থ গাঙ্গুলী, নির্মল ব্যানার্জি, অসিত পালিত।
১৯৬৭ ব্যাচের নারায়ণ প্রসাদ মুখার্জী, নীলাদ্রি সরকার
১৯৭০ ব্যাচের অজয় দেবনাথ, প্রদীপ (পপ) দাস, সুদীপ রায়,
১৯৭১ ব্যাচের স্বপন ঘোষ দস্তিদার, ১৯৭২ ব্যাচের রঞ্জন ঘোষ দস্তিদার, জ্ঞান রঞ্জন ভৌমিক
১৯৭৩ ব্যাচের অনন্ত দেব দত্ত, ঋত্বিক দত্ত
১৯৭৪ ব্যাচের শুভঙ্কর দে, সঞ্জয় চক্রবর্তী, মানিক ব্যানার্জী, দুর্গাদাস ব্যানার্জী
১৯৭৬ ব্যাচের অমিত সামন্ত, ১৯৭৭ ব্যাচের অসীম দেব, হিমাংশু নাথ, প্রদীপ কৃষ্ণ চ্যাটার্জী
১৯৮০ ব্যাচের দীপ্তপ্রতিম মল্লিক, ১৯৮১ ব্যাচের জয়ন্ত সিংহ
১৯৮৯ ব্যাচের শান্তনু দে, চিন্ময় জানা; ১৯৯০ ব্যাচের ময়ূখ দত্ত,
১৯৯২ ব্যাচের উদয়ন ভট্টাচার্য
২০২৩ ব্যাচের স্বপ্নিল রায়, Vidushi Garg

আমরা বিশেষভাবে উল্লেখ করবো একজনের কথা, দুর্গাপুর রিজিওনাল ইঞ্জিনিয়ারিং কলেজের সুজিত ব্যানার্জি, যিনি আমাদের ১৯৬৯ উইন্টার মিটে দুর্গাপুরের হয়ে এসেছিলেন। আজ এত বছর পরেও উনি সেই চারদিনের বিই কলেজের স্মৃতি মনে রেখেছেন, আর সাহিত্যিকা বিশেষ সংখ্যার জন্য একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছেন। সাহিত্যিকা ও বিই কলেজের তরফ থেকে সুজিত ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাই।

এই বিশেষ সংখ্যার জন্য প্রচুর তথ্যের প্রয়োজন ছিলো। কিন্তু কলেজের সাথে যোগাযোগ করে আমরা কোনরকম সহযোগীতা পাই নি। যেটা পরিস্কার বলা ভালো, কলেজে খেলাধূলার জন্য বড় ডিপার্ট্মেন্ট আছে, লোকবল আছে, কম্পিউটারও আছে, কিন্তু কোন আর্কাইভই নেই। কয়েকজন প্রাক্তনীদের বিশেষ সহযোগীতায় যথাসাধ্য নির্ভুল তথ্য পেশ করার চেষ্টা করেছি, অনিচ্ছাকৃত ভুলভ্রন্তি হলে মার্জনা করে দেবেন।

সকলের মিলিত সহযোগীতায় আশা রাখি, সাহিত্যিকা স্পোর্টস বিশেষ সংখ্যা পাঠকদের ভালো লাগবে। আপনাদের ভালো বা মন্দ যাই হোক, মূল‍্যবান মতামত দিয়ে উৎসাহিত করবেন।
প্রচ্ছদ বানিয়ে দিয়েছেন সোহম দাশগুপ্ত।

ধন‍্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং

***********

The Sports Committee of IIEST Shibpur recently made a new Official Sports logo that symbolizes the unity and brings all of us together and also symbolizes something unique about us.

• The torch symbolizes the dawn of a new era of emotion, passion, hard work and love towards the sports, as we embark on a new journey to become IIEST, we must develop new ideas but with the same old passion and dedication.
• The five dots show the five different names of our college at different era and all those who have contributed for the present culture of IIEST and made us what we are.
• XXIX at bottom shows the inclusiveness of all the 29 states of India.
• The 8 different flame bundles show the various sports we have developed over the 3 centuries of this golden history.

We hope that this logo becomes a center face of Sports at IIEST Shibpur, and we thrive towards success and excellence with a combined effort by the authorities and the students.

The IIEST Sports Committee applauds the overwhelming efforts of Vikas Meena , Aryaman Negi , Adrish Bhattacharya , Alan Das for symbolizing the sporting culture of IIEST, Shibpur.

 

 

Sahityika Admin

Add comment