সাহিত্যিকা

রঙ-বেরঙের পূজো (দু’টি কবিতা)

রঙ-বেরঙের পূজো (দু’টি কবিতা)
শকুন্তলা চৌধুরী, প্রফেসর অনিল কুমার চৌধুরীর কন্যা

(১)

সব থেমে গেছে। রেয়ার-ভিউতে শুধু গাড়ী পরপর
থমকে দাঁড়িয়ে, আজকে এসেছে প্রবল তুষার ঝড় ।
আগে পিছে দূরে পথিকের দল, কত পথ ঘুরে আসা…..
আজকে এমন ঝড় সাথে নিয়ে স্মৃতি মুখোমুখি বসা ।

আকাশে পূজোর গন্ধ ছড়ানো, মাটিতে ঝড়ের দোল্ –
স্তব্ধ গাড়ীতে চোখ বুজে ব’সে হৃদয়ের দ্বার খোল্ ।
আয়নার কাঁচে পুরোনো সে ছবি – পথে লোক গিস্ গিস্…..
তুষার-ঝড়েতে এখানে আটক নতুন মার্সিডিস্ ।

গাড়ী থেমে আছে, গাড়ী চলে যাবে; পথ রয়ে যাবে একা –
পথ মানে শুধু এঁকেবেঁকে চলা, তন্হাই ভুলে থাকা ।
রেয়ার আর ফ্রন্ট, দুই ভিউ, ঝড়ে গেছে এলোমেলো হয়ে –
সাদা-চাদরেতে-ঢাকা-পথ বল্, কতোদূরে যাবি নিয়ে ?

তারপরে ফেরা।…কোথায়? কখন? মন দিল পিছু হাঁটা –
“কবে আসবি রে?” শুনে ছুটে যাওয়া…আজ কালো ফ্রেমে আঁটা।
মন ফিরে এল। মন ফিরে যাবে সকাল-বিকেল বেলা –
ঝড়, জল আর রোদ্দুরে চলে জীবনের সিল্ সিলা।।

(২)

শারদ বাতাসে বেজেছে সোনার সুর,
আকাশে ভেসেছে সাদা মেঘেদের ভেলা –
তিনটি বছর পার করে দিয়ে ফের,
চারটি দিনের রঙে মাতোয়ারা খেলা।

আলো-আঁধারীতে চোখে পড়ে তাকে, যার
ভালবাসা গেছে সব পিছুটান ছেড়ে –
তার ডাকচিঠি ছুঁল কি সুদূর দেশ?
নাকি কিছু চিঠি শুধু পথ খুঁজে ফেরে!

সমুখে রয়েছে জীবনের খোলা পথ –
পিছনের পথ কেবলই মিথ্যে বলে…
ভাঙা ঘড়িটাও দিনেতে দু’বার রোজ,
‘ঠিক সময়’-এর বুলি কপচিয়ে চলে।

আজকে এসেছে সোনার সুরেতে পূজো,
আকাশে ভেসেছে সাদা মেঘেদের ভেলা –
আজকে আবার তিনটি বছর পরে,
সাতটি রঙের আলোছায়া নিয়ে খেলা।

Sahityika Admin

Add comment