মা, এবারের মত এসো।
দেবাশিস দে চৌধুরী, ১৯৮৫ সিভিল ইঞ্জিনিয়ারিং
কৈলাসের পথে ফিরে যাও।
পৃথিবীর সংক্ষিপ্ততম চারদিন। তোমার আবাহন ও বিসর্জনে ফুরালো।
মাগো, আমার চৌকাঠে তোমার চরণরেখা লেখা রইল।
ফিরে যখন ফের আসবে। আমার হৃদয়টি সেখানেই ফুটবে।
তোমার পূজায় ফুল ছিল না। মন ছিল।
তোমার পা’য়ে প্রণাম ছিল না। আনত একটি অন্তর ছিল।
তোমায় মালা পরাই নি। অনন্ত নিবেদন সঁপেছি।
একশ আট পদ্ম খুঁজে পাই নি। সহস্র নয়ননীরবিন্দু অঞ্জলি দিয়েছি।
তাই নিয়ে যাও মা।
নিয়ে যাও অসহায় সন্তানের শোকগাথা। নিরন্তর আকুতি। বেদনাবিধুর তার নিভৃতি।
দশহাতে ধরো দশের লজ্জা।
আঁচলে বাঁধো আমার সামান্য সাধ্য। চরণে বহো যত যৎসামান্য প্রার্থনা।
আঁখিকোনে রাখো আমাদের দৈন্যতার দিনলিপি।
যেন মনে থাকে তোমার।
আবার আসবে যবে। নিয়ে এসো সকল নিরাময়।
উজ্জ্বলতা। প্রাপ্তি। তোমার পূর্ণ স্বরুপ।
তোমার অনাদি অনন্ত আনন্দধারা।
তোমার অমল বিমল আলোকসজ্জা। সকল শক্তির নির্যাস।
সব আঁধারের বিনাশ।
এভাবেই ঘরে এসো ফিরে মা।
দুগ্গা দুগ্গা।
Add comment