সাহিত্যিকা

নিরন্তর

নিরন্তর
সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

এই বর্ষায় বৃষ্টি নেমেছে ঝেঁপে
স্মৃতির পাতারা ভিজেছেও রাতভোর,
লিখিনি কবিতা কখনো ছন্দ মেপে
ভেজা পাতারাই মিলিয়েছে উত্তর।
না’ছোড় স্মৃতিরা টিয়ার ঝাঁকের মত
ডালে ডালে ব’সে হেঁকে যায় দিনরাত,
অবুঝ সবুজ অভিমানী উদ্ধত
বিদ্রুপও করে একা পেলে দৈবাৎ।
মহামারী দিনে জীবনটা তালকাটা
তবু আশ্বিনে আলোকিত নদীচর
কাশ ফুলে ফুলে শরতের হালখাতা
আমি খুঁজি ফের অপু, দুর্গার ঘর।

Sahityika Admin

Add comment