স্মৃতিচারণ তমাল কান্তি বসু (১৯৭০ ইলেকট্রিক্যাল)
– সুদীপ রায়, ১৯৭০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– স্কেচ অজয় দেবনাথ, ১৯৭০ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
পাঁচটা বছর একসাথেতে ছিলাম,
কতকিছুই পেলাম এবং দিলাম।
তখন ছিল বাঁধনছাড়া দিন,
সবার শরীর রক্তেতে রিনরিন।
তারপরেতে কয়েক দশক খরা,
যে যার পথে, সেদিকে মুখ করা।
ফের সকলে হলাম রে একসাথে
অবসরে …. ফের যোগাযোগ তাতে।
ফের কৈশোর, ফের কলেজের স্মৃতি,
মিলনমেলায় নৃত্যে, গীতে প্রীতি ।
তার মাঝেতেই কালের নিয়ম মেনে,
ঝরছে কুসুম বিষাদ ছবি এনে।
সেই নিয়মেই এখন তমাল তোর,
অন্য কোথাও হচ্ছে রাত্রি ভোর।
আজ যদিও তুই হয়েছিস ছবি,
তবুও তুই সেই তমালই রবি।
বন্ধু থাকিস তুই যেখানেই আজ,
পাঠিয়ে দিলাম ভালোবাসার সাজ।
একদিন সেই মহালগনের ক্ষণে,
মিলব রে ঠিক আমরা সবার সনে।
১৮.০৯.২০২২
Add comment