সাহিত্যিকা

বৃষ্টি, কাঁচের জানালা দিয়ে

বৃষ্টি, কাঁচের জানালা দিয়ে
মানস ঘোষ, শিশির কুমার ঘোষের (বিই কলেজ PWD) পুত্র

প্রকৃতি,- জীবনের চালচিত্র।
বেদনার অশ্রু, কখনো বা আনন্দের,
সংকটের কালো মেঘে আঁধার করে আসা,
আবার তারই মধ্যে আশার সোনালি রেখা।
আপনি বলবেন এ তো চোখের জল নয়, এ তো ট্রেনের উইন্ডস্ক্রিনে বৃষ্টির চিহ্ন!
তা হোক। চলার নামই তো জীবন।
ট্রেনের মতো গতিশীল এ জীবনেও আসে ক্ষনিকের থেমে থাকার অবসর, কোনো প্রান্তিক স্টেশনে। আভাস পাওয়া যায় দুর্যোগের,
অনুমান করতে হয় বারিধারার আয়োজন,
বৃষ্টিস্নাত আকাশপটে খুঁজে দেখতে হয় আশার সোনালি সিগন্যাল।
প্রকৃতির বুক চিরে ট্রেনের এই ছুটে চলা।
এ যেন আকাশপটে জীবনের চলচ্ছবি।

Sahityika Admin

Add comment