সাহিত্যিকা

দুটি কবিতা (কৃষ্ণকলি, দেহলীর গোধূলীতে)

দুটি কবিতা (কৃষ্ণকলি, দেহলীর গোধূলীতে)
কৌশিক বন্দোপাধ্যায়, ১৯৭৮ সিভিল ইঞ্জিনিয়ারিং

কৃষ্ণকলি
উধাও মাঠ শ্যামল বনবীথি
নিঝুম রোদে ডাহুক শুধু ডাকে।
তন্বী নদী – স্রোত কি গেছে চুরি,
আঁচল দিয়ে খোয়াই ঢাকা থাকে!

কাকতাড়ুয়া একাই চেয়ে দেখে
পল্লীবালা চলেছে আনমনে –
হঠাৎ পিছে চেয়ে ঈশান কোণে
একলা মেয়ে কিসের প্রহর গোনে?

দেহলীর গোধূলিতে
দেখা হয়েছিলো দেহলীর রূঢ় ভিড়ে-
পাখিরা তখন ফিরেছে যে যার নীড়ে।
দেহবিভঙ্গে চাহনিতে লীলাময়ী
বলেছ তো সবই, পারেনি যা ঠোঁট ঐ –

অবান্তর সে নেহাতই কথার কথাঃ
তা নিয়েই ছিল তোমার প্রগলভতা।
সহসা কি ফের ঝরেছে পুরনো ক্ষত !
তখনই অদূরে মেল ট্রেন সমাগত।

Sahityika Admin

Add comment