সেই যে আমার
হেলেন চ্যাটার্জি, প্রফেসর পি এন চ্যাটার্জির কন্যা
সেই যে আমার বাদাম গাছের তলা,
সেই যে আমার ওভাল মাঠের সবুজ,
সেই যে আমার গঙ্গায় বান আসা,
কাঠগোলাপের গাছের ফুলে ফুলে,
ঘুমিয়ে আছে আমার ছেলেবেলা ।
স্কুলের পাশে কদম গাছের মেলা ,
বর্ষা এলে কত ফুলের খেলা,
নদীর জলের জোয়ার ভাঁটার টানে
স্কুলের মাঠে জলের ভিতর মোদের
হাপুস হুপুস দৌড়ে দৌড়ে খেলা ।
সেইখানেতে ঘুমিয়ে আছে মোদের
সবচেয়ে রঙিন সবার ছোট্টবেলা ।
ছাতিম গাছের ফুলের ঘ্রাণে ঘ্রাণে
শিমুল তুলোর হাল্কা হয়ে ওড়া,
বকুলফুলের মালা গেঁথে গেঁথে,
দৌড়ে দৌড়ে লুকোচুরি খেলা ।
কত স্মৃতির গান আসে যে মনে,
কত হাসির মালা গাঁথার সনে,
শীতের দিনের চড়ুইভাতির মজায়
ঘুমিয়ে আছে মোদের ছেলেবেলা ।।
খুব ভালো লিখেছো,হেলেন দি। রঙিন ছোটবেলা টা ফিরে এলো তোমার কবিতা পড়ে।