মনের আকাশ
অমিত মুখোপাধ্যায়, ১৯৮২ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং
এবার তো ফেরো মন
পালাও এ খাঁচা থেকে…
দেখো, মেঘ ফিরে গেছে হেমন্তেও ডেকে ডেকে
নরম ঘাসের ঠোঁটে শিশির মুখিয়ে আছে
দুরন্ত পায়ে তুমি দ’লে যাবে বলে।
এমন আদর পেতে ওড়না ঘুচিয়ে
আর মুখোশ খুলতে খুলতে ফেরো
আব্বুলিশ, লাট্টুলেত্তি, ভোকাট্টার দিনে।
ল্যাপটপ, সেলফোন, ইয়ারফোনের প্লাগ,
ভুলভুলাইয়ায় ঘেরা কেরিয়ার গ্রাফ
আজ সব থাক।
ম্যাজিক ডাউন ট্রেনে খুঁজে নাও
সেই কবে হারানো এক মস্ত আকাশ।
এবার তো পালাও মন,
পালাও নিজের থেকে
নিজেকেই খুঁজে পেতে এই লাস্ট চান্স।
Add comment