ভ্যালেনটাইন’স ডে
সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
আমার চুরাশি হলে
প্রিয়তমা আশিতে,
তখনও মাতাবেন
ঢাক, ঢোল, কাঁসিতে।
কাঁপা হাতে বাজাবেন
নিদারুণ ছন্দে,
চুরাশি ঘাপটি মেরে,
ক’টা মাথা স্কন্ধে?
মাঝরাতে গুঁতো মেরে
বলবেন থামারে,
এ বিকট নাক ডাকা
ধ্রুপদে বা ধামারে।
গাঁটে গাঁটে বাঁশি বাজে
বসন্তবাহারে,
হৃদয়ে যে প্রেমালাপ
বোঝাই তা কাহারে?
বোবার শত্রু নেই
আমি জানি খেলা সে
শিয়রেতে দাঁত হাসে-
জল ভরা গেলাসে।
একদিন কোথা থেকে
চাঁপাফুল কুড়িয়ে,
কানে গুঁজে এসে বলে-
গেছি কি গো বুড়িয়ে?
হিসেবের গড়মিল
শুরু থেকে আশিতে
এখনো জানিনা কি, কি,
লাগে ভালবাসিতে?
Add comment