প্রায় চল্লিশ বছরের কর্মজীবনে আমি বিভিন্ন সময়ে অনেক সিনিয়রদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছি। তাঁর মধ্যে কয়েকজনকে আমি আমার আদর্শ হিসেবে মানি, শ্রদ্ধা করি। তাঁরা আমাকে শুধু টাস্ক দিয়েই নিজেকে দায়িত্বমুক্ত করেন নি, আমি যাতে আমার সেরাটুকু দিতে পারি, সেভাবেই আমাকে জ্ঞান, প্রেরণা দিয়েছেন ও দায়িত্বশীল বানিয়েছেন। এর সাথে আমার যাতে সর্বাঙ্গীন সেলফ ডেভেলপমেন্ট হয়, সেজন্যও সচেতন থাকতেন।
আমার কর্মজীবনের দেখা আদর্শ কয়েকজনের মধ্যে S R Chowdhury (শান্তি রঞ্জন চৌধুরী) হলেন প্রথম। আমি ১৯৭৯ সালের জুন মাসে Lagan Jute Machinery কোম্পানিতে শিফট ইনজিনিয়ার হয়ে ভদ্রেশ্বর ফ্যাক্টরিতে জয়েন করেছিলাম। কোম্পানি সম্বন্ধে দু’কথা বলি। ১৯৭৫ সাল পর্যন্ত লগন জুট মেশিনারি ছিলো আইরিশ কোম্পানি, আয়ারল্যান্ডের বেলফাস্টের James Mackie কোম্পানির পরিচালনায় ছিল। তাই আমাদের শীর্ষ ম্যানেজমেন্ট ছিলো আইরিশদের হাতে। ভারত সরকারের FERA কার্যকরি হওয়ার পরে এই কোম্পানি Government of India Undertaking হয়ে যায়।
Add comment