সাহিত্যিকা

দেবদাস সাহেব (গল্প হলেও কিন্তু সত্যি!)

দেবদাস সাহেব (গল্প হলেও কিন্তু সত্যি!)
সুকৃৎ বসু, ১৯৭৩ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

আজ চব্বিশ ঘন্টার -জনতা কার্ফু!
সুনীত প্রাত: রাশ সেরে ইজিচেয়ারে গা টা এলিয়ে দিয়ে স্মৃতির ফাইল টা খুলে মাউসে ক্লিক করতেই বেরিয়ে এলো – দেবদাস সাহেব- মুহুর্তে ডান হাতটা কপালে উঠলো – স্যালুটের ভঙ্গিমায়!
চায়ের কাপ হাতে নিয়ে থমকে দাঁড়ালো স্ত্রী নিবেদিতা। কি হলো আবার? কাকে salute ?
সম্বিত ফিরে সুনীত জানালো – দেবদাস সাহেব কে!
নিবেদিতা ও সম্মতি জানিয়ে বললো – ভগবান তুল্য মানুষই ছিলেন দেবদাস সাহেব! তুমি কি স্মৃতি স্বপ্ন দেখছো ?
ঠিক ধরেছো ! সুনীত জবাব দেয়।

সুনীত ফাইল খুলে বসে!
………. বার্ণপুর – ইস্পাত শহর।
সুনীত এর কর্মজীবন এখানেই শুরু। দেবদাস সাহেব ছিলেন সুনীত এর Boss! সুনীত যখন Asstt.Manager (MM) Sheet Mills, Mr. G.K. Devdas তখন Manager (MM) Sheet Mills অসাধারণ ব্যক্তিত্ব! শান্ত, সৎ পরিশ্রমী! কোনো পরিস্থিতিতেই মেজাজ খারাপ করতেন না। স্টীল প্ল্যান্টের অফিসারদের ব্যাবহারিক বা কর্ম সংস্কৃতির একেবারেই পরিপন্থী – যেখানে Boss মানেই চিৎকার চেচামিচি, খিস্তি খেউর।
দেবদাস সাহেব সকলের সাথে মিশে টিম তৈরি করে কাজ করার পক্ষপাতি – যেখানে অন্য Boss রা শুধু
Firing এর বিশ্বাসী। অন্যদিকে যে কোনো লোকের বিপদে আপদে দেবদাস সাহেব সবসময়েই পাশে আছেন। প্রয়োজনে টাকা পয়সা দিয়ে ও সাহায্য করতেন।
ওনার চিন্তা ভাবনাও আলাদা ধরনের ছিল। সুনীতরা যখন লোন নিয়ে গাড়ী কেনার কথা ভাবনা চিন্তা করছে – দেবদাস সাহেব তখন ওনার টু হুইলার রাজদূতেই মহাখুসি। ওনার বক্তব্য – উনি ভাল গাড়ী কিনবেন আরো বয়সে – এখন নয়। যখন ড্রাইভার সমেত গাড়ী থাকবে।

সুনীত এর মনে পড়ে এক অদ্ভুত ব্যাপার !
মাসের প্রথমে ওনার বাড়িতে গেলে শুধু চা বিস্কুট দিয়ে আপ্যায়ন করতেন। অথচ মাসের শেষের দিকে গেলে চায়ের সঙ্গে অনেক কিছই থাকতো। এটা ওনার অদ্ভুত strategy – মাসিক বাজেট ব্যাপারটা মাথায় রেখে মাসের প্রথমে একটু চেপে খরচ করতেন। আর মাসের শেষে উদ্বৃত্ত টাকাটা আবার উজার করে ঢেলে দিতেন। সুনীত সেটা বোঝার পরে মাসের শেষ দিকেই দেবদাস সাহেবের বাড়ি যেত – ভালো খাবারের লোভে – বেশ মনে আছে সেকথা!

স্ত্রী নিবেদিতা সেকথা মনে রেখেছে। জানিয়ে গেল – চা দিতে এসে।

দেবদাস সাহেব এর বাড়ি ছিল দক্ষিণ ভারতে। ওনার স্ত্রীও বিদূষী ভদ্রমহিলা ছিলেন। কনভেন্ট স্কুলের শিক্ষিকা ছিলেন। খাওয়াদাওয়ার ব্যাপারে দুজনেই নিরামিষাশি। দুজনেই ভগবান ভক্ত ছিলেন ।

সেই দেবদাস সাহেব Asstt.General Manager পদে ইস্তফা দিয়ে দিলেন। আসলে Steel Plant দেবদাস সাহেব এর মত ভাল মানুষের জন্য নয়! দেবদাস সাহেব চলে যাওয়ায় সুনীত এর মতো অনেকেই ভেঙ্গে পড়েছিল।

দেবদাস সাহেব ফিরে গেলেন নিজের দেশে। ওখানে গিয়ে স্বামী স্ত্রী দু’জনে মিলে স্বচ্ছলতার সঙ্গে নতুন ভাবে ব্যবসা শুরু করেন -সুনীত জানতে পারে!

….. দরজায় কলিং বেল বেজে উঠলো।
দরজা খুলতে ই সুনীত দেখতে পেলো বাড়ির সামনে বিরাট BMW গাড়ী- Driver দরজা খুলে দিতেই দেবদাস সাহেব নামছেন – ধবধবে সাদা পোশাকে!

Sir… বলে চিৎকার করে উঠতে …
ঘুমটা ভেঙ্গে গেল সুনীত এর!

Sahityika Admin

Add comment