কথায় ও ছবিতে
দীপক সেন, ১৯৬৮ আর্কিটেকচার ও প্ল্যানিং
আমার এ পথ,
তোমার পথের থেকে অনেক দূরে,
গেছে বেঁকে, গেছে বেঁকে।
শাল পিয়ালের জঙ্গলের মধ্যে দিয়ে
চলেছে জীবন নদী,
মাছ ধরার পানসি,
সঙ্গী দের পার করার নৌকা
হোগলায় ছাওয়া মাঝি দের
বিশ্রামের বাঁশের মেঝেতে
রং এর বাহার,
কখনো বেশ কিছু সময়ের
জন্য শুধু জলে ভেসে থাকা,
পৃথিবীর অসীম সৌন্দর্যে
অবাক হয়ে
“বিস্ময়ে তাই কথা থেমে যায়”
সেই সময় থেকে পারা পার করে
ক্লান্ত, নদীর পাড়ে বিশ্রাম নিতে
দেখা পুরানো বন্ধু মাঝির ,
একমাত্র সঙ্গী —
“এপার ওপার দুই পারে,
জানিনা, বন্ধু তোমার
আশায় থাকি ………
Add comment