সাহিত্যিকা

অভিমানীর কলমে হোয়াটসএপ

অভিমানীর কলমে হোয়াটসএপ
শান্তনু দে, ১৯৮৯ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং

সাহিত্যিকায় আমার লেখা ছাপা হয় না। তাই আমি নতুন কিছু আর লিখবো না।

দু হাজার তিন সালে উইঙ্কলেভস ভ্রাতৃদ্বয় আর দিব্য নগেন্দ্র হার্ভার্ডে ছেলে/মেয়ে পটানোর জন্য কানেক্ট ইউ বানালেন। পরে জুকারবার্গ সেই কোড ঝেড়েই ফেসবুক। এটা যে সাহিত্যের একটা মাধ্যম হতে পারে এই নিয়ে এদের কারোরই কোন রকম ধারণা ছিল না। কিন্তু বাঙালী সেটা করে দেখিয়েছে … ডাক্তার, মোক্তার, বৈজ্ঞানিক, শিক্ষক, এগ-রোল স্টলের মালিক …অনেকেই টুকটাক ফেসবুকে লিখছেন। অনেকে তো বেশ ভালো লিখছেন। নোভোসিব্রিসক থেকে নবদ্বীপ, ইলিনয় থেকে ইছাপুর যেখানেই বাঙালী আছেন দু চার পিস অনুগল্প ,কবিতা বা নিদেন পক্ষে ছোটখাটো প্রবন্ধ লিখছেন না ফেসবুকে এমনটা খুঁজে পাওয়া বিরল।

আপনাদের কথা জানি না, আমার তো বেশ লাগে, ফেসবুক সাহিত্য পড়তে…সব থেকে সুবিধে হলো, মিটিং-মিছিল-বাসে-ট্রামে যে কোনো জায়গাতেই পড়া যায়। আর ভালো লাগে কমেন্টসগুলো পড়তে। অপূর্ব, অসাধারণ, অনির্বচনীয়, অভূতপূর্ব এই সব বিশেষণ ছাড়াও আরো কিছু কমেন্টস দেখতেই পাবেন …”পড়ে ঋদ্ধ হলাম” ,”আমার সাথেও একই ঘটনা ঘটেছিল” এই রকম আর কী। কিন্তু প্রত্যেকটা থ্রেডেই একজন অন্তত থাকেন যিনি জিজ্ঞেস করবেন,”দাদা ,এটা কি সত্য ঘটনা ?”…এরা মার্কেজকে হাতের নাগালে পেলে থাউজ্যান্ড ইয়ার্স অফ সলিচিউড নিয়ে ,কাফকাকে পেলে মেটামরফোসিস নিয়ে,শক্তিকে পেলে ,”হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান” নিয়ে জিজ্ঞেস করবেন , “দাদা ,এটা কি সত্য ঘটনা !”…

তা ধরুন আমাদের জীবনানন্দ দাশকে এন্ট্রপি রিভার্স করে (নোলানের টেনেটের মতো) এই আজকের যুগে নিয়ে আসা গেল। আর উনি ফেসবুকেই লিখে ফেললেন,”
হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,
সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে
অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে
সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;
আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,
আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।”

তা এটায়, অনিন্দ্য সুন্দর, অনির্বচনীয়, অপূর্ব এই সব ছাড়াও এই সব কমেন্টস দেখতেই পাওয়া যাবে…
১. দাদা, বিদর্ভ যেতে চাই,কী ভাবে যাবো।
২. দাদা, আমাদের কালনার কলাবতী কোলে কে নিয়েও লিখুন।
৩. বৌদির নাম ,বনলতা সেন ছিল বুঝি ?
৪. সিংহল খুব সুন্দর জায়গা, গত বছর বেড়াতে গেছিলাম।
অবশেষে কেউ এক জন লিখবেন…লিখবেনই ,” দাদা ,এটা কি সত্য ঘটনা ?”

Sahityika Admin

Add comment