সাহিত্যিকা ত্রিংশতি সংখ্যা
বিই কলেজ বেসু আইআইইএসটির মাসিক সাহিত্য পত্রিকা
সাহিত্যিকা ৩০তম সংখ্যা ( October 2023) প্রকাশিত হলো। এখন থেকে সাহিত্যিকা ওয়েব ম্যাগাজিন হয়েই আসবে।
বিগত কয়েকমাস ধরে আমাদের সাহিত্যিকা পত্রিকাকে পিডিএফ আর ফেসবুকের গণ্ডীর সীমাবদ্ধতা থেকে বাইরে এনে ওয়েব ম্যাগাজিনে রুপান্তরের ভাবনাচিন্তা চলছিলো। উদ্যোগ ছিলো, কিন্তু দিশা ছিলো না। যদিও আমাদের বিই কলেজ ফেসবুকেই আমাদের ইচ্ছে প্রকাশ করেছিলাম, কিন্তু সক্রিয় সহযোগীতা করতে মাত্র একজনই এগিয়ে এসেছিলো, সৌরিশ সরকার, (’৯৫ সিভিল)। এরপর সিদ্ধার্থ মুখোপাধ্যায় (’৮৬ ইলেকট্রিক্যাল), তাপস মৌলিক (’৮৯ মেকানিক্যাল) আর সান্টূ বাগ (২০০৯, ইলেকট্রিক্যাল) আমাদের এই বিষয়ে কিছু উপযুক্ত উপদেশ দেয়। ১৯৭৭ ব্যাচের দেবপ্রসাদ দে, প্রশান্ত চন্দ্র, সুকান্ত রায়, শৈবাল সরকার, ও চন্দন গুহ এগিয়ে এসে প্রাথমিক ডিজাইনের কাজে অনেক সহযোগীতা করে। আরেকজন সহযোগীতা করেছেন, প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী শ্রী দীপঙ্কর চৌধুরী। সুতরাং এঁদের সকলেরই মিলিত সহযোগীতায় আমরা ওয়েব ম্যাগাজিন শুরু করতে পারলাম।
সাহিত্যিকা একটি Zero Cash Company. সীমিত, বা শুন্য বাজেটের মধ্যে সরসিজ মজুমদার (’৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং) প্রাথমিকভাবে সার্ভার রেন্ট আর ডিজাইনের সম্পূর্ন খরচ বহন করেছেন। এরপর maintenance আর একবছর পরের rent renewal এর খরচাপাতি এখন ভাবছি না। এতদূর যখন এগিয়ে এসেছি, বাকিটুকুও নিশ্চয়ই হয়ে যাবে।
শুন্য অভিজ্ঞতা নিয়ে আমাদের সাহিত্যিকা ওয়েব ম্যাগাজিনের এই শুরু, যদিও জানি এটিকে আরও সুন্দরভাবে সাজিয়ে তুলতে হবে। সকলের মিলিত সহযোগীতায় আশা রাখি, আমাদের সকলের সাহিত্যিকা ওয়েব ম্যাগাজিন নতুনভাবে আরও সুন্দর হয়ে এগিয়ে যাবে।
আপনাদের সুচিন্তিত মতামতের অপেক্ষায় থাকবো।
ধন্যবাদান্তে,
– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং
– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং
আপনাদের লেখা আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpg format এ পাঠাবেন। আমাদের ইমেইল deb.asim@yahoo.com
Add comment