ব্যালান্স শীট
অঙ্কিতা মজুমদার, ২০০৯ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
ভালবাসা কম পড়লে
যেদিকে দু চোখ যায় চলে যেও
রান্নাঘরে নুনের কৌটোয় প্রেম রাখা থাকে –
চাইলে যাতে খুঁজতে না হয়…
তোমায় বলিনি
আমাদের শোওয়ার ঘরের বিছানার পাশে যে সাইড টেবিল টা
ওতে একটা গোপন তাক আছে
একটু খেয়াল করলে ঠিক দেখতে পেতে ,
ওই খাপটা “সোহাগ-কুটুরি”
প্রত্যেক রাতে তুমি ঘুমিয়ে গেলে
যেটুকু প্রেম উপচে পড়ে বিছানা ছেড়ে মাটিতে
আমি তুলে রাখি
তোমার যে গাঢ় ঘুম –
তাই টের পাওনি
যে বড় আলমারিটায় থাকে থাকে আমার শাড়ি ঝোলানো
সবুজ শাড়িটার ভাঁজে ভাঁজে
পাট পাট করে সাজানো আছে তোমার আমাকে ছুঁয়ে থাকা
ও- ওই শাড়িরই আঁচলের বেগুনি সুতোর কাজে
আমাদের প্রথম বেড়াতে যাওয়ার রাত্গুলোও তোলা আছে
আর ওই যে লাল পাড় হলুদ শাড়িটার ঠিক কোল আঁচলে
ল্যামপোস্টের নিয়ন আলোটা তোলা আছে
নিয়ন আলোয় তুমি আদম -আমি তোমার ইভ
প্রথম যেদিন দেখা হয়েছিল -সেই দিনটা আর তুলে রাখিনি
ওটা আমার কাছেই থাক
ইচ্ছে হলে চেয়ে নিও
তোমার সাথে ঝগড়ার রাতগুলো আলনার পেছনদিকে রাখা থাকলো
আর তোমার সাথে কথা না বলার দিনগুলো
মেঝেতেই ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক
যে চিঠিতে লিখেছিলে “তোকে আমার বলতে ইচ্ছে করে ”
সেটা কেবল আমার -আমার আমার আমার
তুমি যে একটুতেই রেগে যাও -রাগগুলো তোষকের নিচে
অভিমানে মুখ ফোলালে তোমায় ঠিক বাবুটার মত লাগে
অভিমানে ফোলানো মুখটা আমার ছোট আয়নার কাঁচে
আহারে আমার ছোট্ট বাবুটা !
তোমার হিংসে মনিমুক্তর মত আঁচলের গিঁটে বেঁধে রাখি
যতবার তোমার চোখে জল
সত্যি বলছি
ওই নোনাজল আমি গিলে খেয়েছি
আর শোনো ,আমার যে ডায়েরিটা তোমায় দেখাইনা
চুপি চুপি লিখি আর তুমি এলেই বন্ধ করে দি
ওটায় আসলে কিছুই নেই
আমি ভালবাসতে জানিনা তো –
তাই পাতা জুড়ে লিখে রাখি “ভালোবাসি ”
লিখতে লিখতেই একদিন সত্যিকরে ভালবাসতে পারব
পারবনা, বল ?
আমার মিথ্যে গুলো ,রাগ গুলো ,চুপ করে থাকা গুলো একটা বাক্সে ভরে রেখেছিলাম
তোমায় বলা হয়নি
সেদিন এক ভাঙ্গাচোরাওয়ালার কাছে বাক্সসুদ্ধু বেচে দিয়েছি
আর আমার কান্নাগুলো শুধু তোমার
ও তুমি যেখানে পারো রেখো
তোমার কখনো প্রেমের অভাব হবে না জেনো -ভালবাসার
কাছে রাখার
আরো একটা কথা
আমার দুটো ডানা আছে
আসলে তো সব নারীই আকাশ থেকে খসে পড়া এক একটা পরী
আর কোনো কোনো পুরুষ কেবল পরীদের চিনে নিতে পারে
তোমায় খুব কষ্ট দিলে আমি ডানা দুটো বার করতে পারি
আমাদের দুটো ডানায় মায়া রাখা থাকে
মায়া টুকু জমা রাখার তো কোনো নিয়ম নেই…
মায়াটুকু কম পড়ে যদি
যে দিকে দুচোখ যায় চলে যেও…
ও হাঁ…সুখটুকু কুলুঙ্গিতে তোলা আছে ..
বাহ্, খুব সুন্দর, দারুন লাগলো। এই আধুনিক কবিতায় একটা মাদকতা আছে। আরো এইরকম কবিতা ভবিষ্যতে আশা করছি। ❤
কবিতা দুটোই অসাধারণ। এ তো সাহিত্য একাডেমি প্রাপ্ত লেখা পড়ছি বলে মনে হচ্ছে।