সাহিত্যিকা

সম্পাদকীয় May 2023

বিই কলেজ বেসু আইআইইএসটির মাসিক সাহিত্য পত্রিকা

সপ্তবিংশ সংখ্যা

সম্পাদকীয়

সাহিত্যিকার ২৭তম সংখ্যা (May 2023) প্রকাশিত হলো।

এই মে মাসে আমরা পাই তিনটি উল্লেখযোগ্য দিন – আন্তর্জাতিক মাতৃদিবস, আর রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের জন্মদিন।

এবারের সাহিত্যিকায় মাতৃদিবস উপলক্ষে লেখা দিয়েছেন “বিই কলেজের দুই মা” শ্রীমতী দুর্গারাণী বড়াল (প্রফেসর শঙ্কর সেবক বড়ালের স্ত্রী), ও শ্রীমতী অলকা বসাক (প্রফেসর জি সি বসাকের স্ত্রী)। দুটি লেখাই পুনঃপ্রকাশিত হলো। এরই সাথে মাতৃবন্দনা ভাবনার আরও লেখা পাবো বন্দনা মিত্র, ইন্দ্রনীল ঘোষ, মানস ঘোষ, সঞ্জয় বসু, আবীর বন্দ্যোপাধ্যায় আর অঙ্কিতা মজুমদারের লেখায়। দীপক সেন আর দীপায়ন লোধ মাতৃত্বের স্নেহটুকু সুন্দরভাবে তুলে ধরেছেন তাঁদের নিজেদের স্কেচে।

রবীন্দ্রনাথ ও সত্যজিৎ রায়ের উপর লেখা দিয়েছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় (জানা-অজানা ধারাবাহিক), গণেশ ঢোল, প্রদীপ ভৌমিক, হেলেন চ্যাটার্জি, প্রমীত বসু, রমু বড়াল, দীপক চক্রবর্তী, ধীমান চক্রবর্তী। ফেলুদা’র গল্প লিখেছেন নীলাদ্রি রায়। স্কেচ দিয়েছেন অজয় দেবনাথ।

অন্য ধারার দুটি লেখা দিয়েছেন সোহম দাশগুপ্ত, ও স্নিগ্ধা বিশ্বাস (বাসু)

আছে আমাদের নিয়মিত বিভাগ Current Events, আর পাঠকের মতামত।

প্রচ্ছদ বানিয়ে দিয়েছেন সোহম দাশগুপ্ত।

এইরূপ নানারকমের সম্ভার নিয়ে পেশ করছি এবারের সাহিত্যিকার ২৭ তম সংখ্যা। আশা রাখি, সকলের ভালো লাগবে। আপনাদের মূল‍্যবান মতামত দিয়ে ভবিষ‍্যতের রচনাগুলো আরও সমৃদ্ধ করার জন‍্য উৎসাহিত করবেন। সেই সঙ্গে আপনাদের সকলের কাছে অনুরোধ করবো নিয়মিত লেখা দিয়ে আমাদের এই মাসিকা পত্রিকাকে সমৃদ্ধ করার জন‍্য

ধন‍্যবাদান্তে,

– সরসিজ মজুমদার, ১৯৭১ সিভিল ইঞ্জিনিয়ারিং

– অসীম দেব, ১৯৭৭ ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

– সোহম দাশগুপ্ত, ১৯৭৭ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

– শ্রুতি গোস্বামী, ২০০৪ আর্কিটেকচার ও প্ল্যানিং

সাহিত্যিকা আমাদের সকলের নিজস্ব সাহিত্য পত্রিকা। আপনাদের লেখা আমরা সাদরে গ্রহণ করবো। আপনাদের লেখা (বাঙলা অথবা ইংরেজি) Microsoft Word format এ পাঠিয়ে দিন। স্কেচ হলে jpeg format এ পাঠাবেন। আমাদের ইমেইল deb.asim@yahoo.com

Sahityika Admin

Add comment